জিডি হওয়ার এক ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ ডিএমপি কমিশনারের

জিডি হওয়ার এক ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ ডিএমপি কমিশনারের

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

2025-01-13

জিডি অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, থানায় জিডি করার এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করতে হবে। জিডি তদন্তের ক্ষেত্রে কোনও প্রকার বিলম্ব করা যাবে না।

সোমবার ডিএমপির প্ল্যানিং, রিসার্চ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ (পিআর অ্যান্ড এইচআরডি) আয়োজিত ‘জিডি অনুসন্ধান’ বিষয়ক প্রশিক্ষণের ৩য় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

ডিএমপি কমিশনার বলেন, নগরবাসী থানায় জিডি করার পর তাদের প্রত্যাশিত সেবা যেন দ্রুত পায় তা নিশ্চিত করতে হবে। জিডি করার এক ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে প্রতিবেদন ওসির কাছে জমা দিতে হবে। ওসি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কাঙ্ক্ষিত সেবা দিয়ে আস্থা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, যুগ্ম-কমিশনার (ট্রেনিং) মুহাম্মদ মাহাবুবুর রহমান; উপ-কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ, পিআর অ্যান্ড এইচআরডি উপ-কমিশনার মোহাম্মদ মাসুদ রানা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্বগ্রহণ করার পর ঢাকার থানায় কোনও অভিযোগ বা জিডি হলে পুলিশকে দ্রুততম সময়ে প্রাথমিক অনুসন্ধানের জন্য নির্দেশ দেন। এরপর ৫০ জন করে চারটি পর্বে ২০০ জন পুলিশ সদস্যকে জিডি অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেয় পিআর অ্যান্ড এইচআরডি বিভাগ।

© Samakal
Shares:
Leave a Reply