জুলাই-আগস্টের  গণহত্যার সব তথ্য  সংরক্ষণের নির্দেশ

জুলাই-আগস্টের গণহত্যার সব তথ্য সংরক্ষণের নির্দেশ

বাংলাদেশ

 সমকাল প্রতিবেদক

<time class="op-modified" dateTime="2025-01-17"2025-01-17
2025-01-17

জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার বিবরণ, তথ্য-উপাত্তসহ সব নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি-এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। তদন্ত সংস্থাকে এ কাজে সহযোগিতা করতে সব মোবাইল অপারেটর ও ইন্টারনেট প্রোভাইডারদেরও নির্দেশ দেওয়া হয়েছে। 

পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আদেশ ছাড়াই যে কোনো ব্যক্তি, কর্তৃপক্ষকে ডাকতে এবং যে কোনো তথ্য-উপাত্ত চাওয়ার এখতিয়ার রাখেন। 

হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

২০১৩ সালে লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ডা. ফয়েজ আহমদকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। ফয়েজ আহমদের বড় ছেলে হাসানুল বান্না গতকাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ অভিযোগ জমা দেন। 

২০১৩ সালের ২৩ ডিসেম্বর গভীর রাতে ফয়েজ আহমদকে শহরের উত্তর তেমুহনী এলাকায় নিজ বাসায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে র‍্যাবের বিরুদ্ধে। স্বজনের অভিযোগ, র‍্যাব পরিচয়ে ঢুকে ফয়েজকে গুলি করার পর বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে।

মুগ্ধর পরিবারের অভিযোগ দাখিল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দিয়েছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের দুই সদস্য। গতকাল অভিযোগ দেওয়ার পর মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত বলেন, নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে শুধু অভিযোগ দায়ের করেছি। ট্রাইব্যুনাল তদন্ত করে যে বা যারা প্রকৃত অপরাধী ও যারা তাদের এই অপরাধ করতে সাহায্য করেছে, তাদের মামলায় আসামি করবেন। 

© Samakal
Shares:
Leave a Reply