টঙ্গী সরকারি কলেজ

টঙ্গী সরকারি কলেজ

সুহৃদ সমাবেশ

আবু সালেহ মুসা

2025-01-13

বছর পরিক্রমার ক্রান্তিলগ্নে নতুন বছরে নতুন কিছু করতে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজের একঝাঁক তরুণ-তরুণী একত্র হয়েছিলেন সুহৃদ সমাবেশের ব্যানারে। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করলেন তারা। সম্প্রতি সরকারি কলেজ মাঠে একত্র হয়ে গঠন করা হয় সুহৃদ সমাবেশ টঙ্গী সরকারি কলেজের নতুন কমিটি। শুরুতে সুহৃদ সমাবেশ কী– লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। এরপর পরিচিতি পর্ব শেষে গঠন করা হয় আহবায়ক কমিটি। কমিটিতে সুমাইয়া আক্তার আহ্বায়ক, তুলি ইয়াসমিন দিনা যুগ্ম আহবায়ক ও অজয় বৈদ্য সদস্য সচিব হিসেবে মনোনীত হন। এ ছাড়া অন্য সদস্যরা হলেন– তাহমিনা রেজা মৌসুমী, নুসরাত জাহান, মারজানা আক্তার ইলা, মোসাম্মত বাবলি আক্তার, জুলেখা আক্তার, মোছাম্মত কামরুন নাহার সাথী, নুসরাত জাহান শিফা, কামরুন্নাহার কেয়া, জান্নাত মহসিনা মিথি, জান্নাতুল ফেরদৌসী, নাদিয়া আক্তার প্রমি, সুমাইয়া আক্তার মুমু, মোসাম্মত সামিয়া আক্তার,  মুশফিকুর রহমান সিয়াম ও খাদিজা আক্তার ইলা। আহ্বায়ক কমিটির বক্তব্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন সদ্য গঠিত কমিটির আহ্বায়ক সুমাইয়া আক্তার। তিনি আশা রাখেন, সুহৃদ সমাবেশের অগ্রযাত্রায় টঙ্গী সরকারি কলেজ ইউনিট উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

© Samakal
Shares:
Leave a Reply