টানা তিন জয়ে উড়ছে মিঠুনের চট্টগ্রাম 

টানা তিন জয়ে উড়ছে মিঠুনের চট্টগ্রাম 

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-13

ঢাকায় হার দিয়ে শুরু করেছিল চট্টগ্রাম কিংস। বিপিএল চট্টগ্রাম পর্বে যাওয়ার আগে টানা তিন ম্যাচে জিতেছে ওই চট্টগ্রাম। সোমবার সিলেট স্ট্রাইকার্সকে ৩০ রানে হারিয়েছে তারা। চার ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন চট্টগ্রাম। 

বিপিএলের সিলেট পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ তোলে চট্টগ্রাম কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাওয়া পারভেজ ইমন (৭) ব্যর্থ হয়ে ফিরে যান। তবে পাকিস্তানি ওপেনার উসমান খান ও ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেন। 

উসমান ফিরে যান ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে আটটি চার ও একটি ছক্কার শট আসে। ক্লার্ক খেলেন ৩৩ বলে ৬০ রানের ইনিংস। তিনি তিনটি চার ও পাঁচটি ছক্কা তোলেন। তাদের দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে মিঠুন ও হায়দার আলী রানটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলেন। মিঠুন ১৯ বলে ২৮ ও হায়দার ১৮ বলে ৪২ রান করেন। চারটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। 

জবাবে ৪২ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে সিলেট পর্বে আগের দুই ম্যাচে জয় পাওয়া সিলেট স্ট্রাইকার্স। জর্জ মানসে ও জাকের আলী সেখান থেকে ভালো ব্যাটিং করে দলের হারের ব্যবধান ছোট করেন। মানকে ৩৭ বলে খেলেন ৫২ রানের ইনিংস। ২৩ বলে ৪৭ রানের হার না মানা ইনিংস খেলেন জাকের। তিনটি চার ও চারটি ছক্কা মারেন এই স্লগার। চট্টগ্রামের হয়ে পাকিস্তানি পেসার ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। 

© Samakal
Shares:
Leave a Reply