আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ।

trickbd পরিবারে আমার এই প্রথম পোস্ট । আজকে আমি আপনাদের টেলিবট ক্রিয়েটর (Telebot Creator) অ্যাপস দিয়ে কিভাবে একটি রেফার টেলিগ্রাম বট তৈরি করবেন প্রথম পাঠ । আপনাদের আমি  দুই পার্টে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব ।

  1. প্রথম পার্টে আপনাদের যা যা দেখানো হবে ↓
  • কিভাবে টেলিবট ক্রিয়েটরে অ্যাকাউন্ট তৈরি করবেন ।
  • BotFather থেকে কিভাবে টোকেন তৈরি করবেন ।

 

 

কিভাবে টেলিবট ক্রিয়েটরে অ্যাকাউন্ট তৈরি করবেন

একাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে Telebot Creator অ্যাপসটি ডাউনলোড করতে হবে । প্লে স্টোরে সবাই অ্যাপ ডাউনলোড করা জানেন তাই আমি এই নিয়ে কোন স্ক্রিনশট দিচ্ছি না । প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করার পর ভিতরে প্রবেশ করবেন ।

অ্যাপসটিতে প্রবেশ করার পর দেখতে পারবেন Register Now নামক একটি লেখা রয়েছে । উপর একটি ছবি দিয়েছি সেই লেখাটিতে ক্লিক করবেন । ক্লিক করার পর দেখতে পারবেন

একটি রেজিস্টার পেজ আপনার সামনে শো করবে । উপরের ছবির মত প্রথম ঘরটিতে আপনার জিমেইল দিবেন । দ্বিতীয়টিতে পাসওয়ার্ড দিবেন । তৃতীয়টিতে  পাসওয়ার্ডটি আবার দিবেন । দেয়ার পর টিক চিহ্নতে ক্লিক করে টিক চিহ্ন গুলো দিয়ে দিবেন । দিয়ে দেওয়ার পর সাইন আপ (Sign up) বাটনে ক্লিক করে দিবেন । এখন আপনার একাউন্ট খোলা কমপ্লিট । নিচের ছবির মত আপনাকে পেজটিতে নিয়ে আসবে ।

 

 

Telebot Creator এ অ্যাকাউন্ট খোলা আপনার কমপ্লিট । এখন আপনাদের দেখাবো কিভাবে BotFather থেকে বট টোকেন তৈরি করবেন ।

 

কিভাবে @BotFather থেকে বট টোকেন তৈরি করবেন ?

যেহেতু আমরা টেলিগ্রাম বট তৈরি করছি । তাহলে আমাদের টেলিগ্রামে চলে আসতে হবে । আসার পর সার্চ দিবেন @BotFather লিখে ।

উপরের চিহ্নিত করা ভেরিফাইড বটের মত বটটি দেখতে পারবেন । সে বটটিতে একটি ক্লিক করে দিবেন ।

ভাটিতে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন শুরু করুন (Start) নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করে দিবেন ।

পড়ে দেখতে পারবেন /newbot একটি লেখা আছে উপরে চিহ্নিত করা রয়েছে । সেখানে একটি ক্লিক করে দিবেন । ক্লিক করার পর আপনার বটের পছন্দ মত একটি নাম সেন্ড করবেন । করার পর দেখতে পারবেন আপনার বটের ইউজার নাম চাচ্ছে । ইউজার নাম হচ্ছে যেটি লিখে সার্চ করলে আপনার টেলিগ্রাম বট শো করবে ।

ইউজার নামের শেষে অবশ্যই bot লেখাটি থাকতে হবে উপরে চিহ্নিত করে দেখানো হয়েছে । ইউজার নাম দেয়ার পর দেখতে পারবেন আপনাকে কি টোকেন তৈরি করে দিয়েছে । সেই টোকেনটি দিয়ে আপনার টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন ।

 

প্রথম পার্ট এখানেই শেষ । দ্বিতীয় পার্ট শীঘ্রই আসবে । দ্বিতীয় পার্টে আপনাদের সম্পূর্ণ একটি রেফার বট তৈরি করে দেখাবো এবং এ বিষয়ে তথ্য দিব ।

যদি আপনার কাছে এটি ভালো লেগে থাকে এবং এ বিষয়ে জানার উৎসাহ থাকে । তাহলে একটি সুন্দর কমেন্ট করবেন । তাহলে আজকের মত আমি বিদায় নিচ্ছি । দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোন পোস্টে।

Shares:
Leave a Reply