ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশ

অনলাইন ডেস্ক

2025-01-20

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শনিবার গাজীপুরের কাজী নেচার ক্যাম্পে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করেন তারা। এতে সারা দেশ থেকে ৫০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষকদের এই সংগঠনটির সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠাতা সদস্য কেএম হাসান রিপন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জিয়া উদ্দিন আহমেদকে। এছাড়া কমিটির অন্য পদে রয়েছেন- ইউসুফ ইফতি (নির্বাহী সহসভাপতি), মোহাম্মদ মোরাদ হোসেন (সহসভাপতি), দেল এইচ খান (কোষাধ্যক্ষ), লায়লা নাজনীন (পরিচালক) এবং রওনক জাহান নিসা (সমন্বয়ক)।

সংগঠনটির নতুন সভাপতি কেএম হাসান রিপন বলেন, এটি নেটওয়ার্কিং এবং দক্ষতা উন্নয়নের একটি চমৎকার সুযোগ তৈরি করেছে। দেশের সব প্রশিক্ষকদের এ সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাহী সহ-সভাপতি ইউসুফ ইফতি বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষক তৈরি, আয়ের নতুন পথ সৃষ্টিতে সহায়তা, প্রশিক্ষকদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি এবং ২০৩০ সালের মধ্যে ১০ হাজার প্রশিক্ষক তৈরির লক্ষ্যে কাজ করবো। এই উদ্যোগ দেশের পেশাগত এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন স্থানে খোঁজ করার পর আমরা কাজী নেচার ক্যাম্পকে প্রশিক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হিসেবে পেয়েছি। এখানে ট্রি-টপ অ্যাক্টিভিটিস, বোটিং, কায়াকিং, টেন্ট, ফায়ার ক্যাম্প, প্রাকৃতিক সৌন্দর্য এবং স্থানীয় ঐতিহ্যবাহী খাবারসহ অসাধারণ সেবা রয়েছে। এটি প্রশিক্ষণের জন্য আদর্শ পরিবেশ।’

এই সংগঠনটি ভবিষ্যতে আরও প্রশিক্ষণ এবং কার্যক্রমের মাধ্যমে দেশের প্রশিক্ষণ ক্ষেত্রকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে প্রত্যাশা ‘ট্রেইনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সদস্যদের। সংবাদ বিজ্ঞপ্তি

© Samakal
Shares:
Leave a Reply