ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ

সারাদেশ

পঞ্চগড় প্রতিনিধি

2025-01-19

পঞ্চগড়ের কিসমত রেলস্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে লাল কাপড় টানিয়ে রেললাইন অবরোধ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার সকালে প্রায় দুই ঘণ্টা রেললাইনে দাঁড়িয়ে এই অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে আটকা পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন। অবরোধ তুলে নিলে গন্তব্যের উদ্দেশে পঞ্চগড় স্টেশন ছেড়ে যায় আন্তঃনগর ট্রেনটি।
অবরোধকারীদের অভিযোগ, বোদা ও আটোয়ারী উপজেলার মানুষের জন্য ঢাকাসহ অন্যান্য গন্তব্যে যাওয়ার জন্য সুবিধাজনক কিসমত স্টেশন। এই স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘদিন ধরে বিরতি ছিল। আজ রোববার থেকে ট্রেনটির যাত্রা বিরতি প্রত্যাহার করা হয়। এ জন্য স্থানীয়রা ক্ষোভে লাল কাপড় টানিয়ে রেললাইন অবরোধ করেন। এতে অংশ নেন শতাধিক মানুষ।
স্থানীয় আব্দুল করিম বলেন, কিসমত স্টেশনটিতে ঢাকা ও রাজশাহীসহ বিভিন্ন গন্তব্যের যাত্রী যাওয়া-আসা করেন। তাই দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিরতি প্রত্যাহার নয়, যেন নিয়মিত চালু রাখা হয়, সে দাবিতে অবরোধ করা হয়েছে। অবরোধের খবর শুনে ইউএনও ও পুলিশ এসে কথা বলেন। এ নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন এমন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
কিসমত রেলস্টেশন মাস্টার বজলুর রহমান জানান, এই স্টেশনে এক্সপ্রেস ট্রেনটির দুই মিনিট বিরতি ছিল। এটি সরকার প্রত্যাহার করায় স্থানীয়রা যাত্রা বিরতির দাবিতে রেলস্টেশন অবরোধ করেন।
আটোয়ারী ইউএনও শাফিউল মাজলুবিন রহমান বলেন, শনিবার সকালে কিসমত রেলস্টেশনে অবরোধের খবর পেয়ে সেখানে গিয়ে কথা বলেছেন। তাদের বক্তব্য লিখিত আকারে দিতে বলা হয়েছে।

© Samakal
Shares:
Leave a Reply