আস সালামু অলাইকুম প্রিয় ট্রিকবিড ইউজার। আমি নাসিম পারভেজ আজ আপনাদের মাঝে টেলিগ্রাম মিনি এপ Easy Earn BD বটের Php script শেয়ার করবো৷ যেখানে আপনারা Monetag এর ads সেটআপ করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন।
Script পরিচিতি (ডেভেলপার কে)
এটি একটি টাক্স সিস্টেম PHP Script যা আমি আমার ছোট মেধাকে কাজে লাগিয়ে তৈরি করেছি। এটি তৈরি করা হয়েছে মূলত ইউজার দিয়ে Monetag Ads View করার জন্য। আমি চাই Trickbd সকল সদস্য কিছু টাকা হলেও অনলাইন থেকে ইনকাম করুন। এরই পরিপেক্ষিতে মূলত Script টি শেয়ার করা। অনুরোধ আমার এই ছোট Script টি যেন অনলাইনে কোথাও বিক্রয় করবেন না। আমি যেমন ফ্রিতে শেয়ার করলাম আপনারাও ফ্রিতে শেয়ার করবেন।
টেলিগ্রান মিনি এপ Script এর বৈশিষ্ট্য কি?
Script টি ২ টি পার্টে গঠিত…
(১). ইউজার প্যানেল
টেলিগ্রাম বট Start করলে নতুন সদস্যের একাউন্ট তেরি করবে। এবং পুরাতন সদস্যকে ওয়েলকাম জানাবে এবং ওই সদস্যের ড্যাশবোর্ড লিংক পাঠাবে।
ড্যাশবোর্ডে প্রবেশ করার পর সদস্যের নাম, ব্যালেন্স, প্রফাইল ছবি, টোটাল টাক্স এবং বাকি টাক্স দেখতে পারবে। এবং Start বাটনে ক্লিক করলে এড দেখে টাকা বা পয়েন্ট বাড়াতে পারবে।
সব কিছু লিখে বুঝানো সম্ভব না। তাই ডেমো লিংক শেয়ার করলাম।
(২) এডমিন প্যানেল
এডমিন প্যানেলকে তৈরি করা হয়েছে ইউজার প্যানেলকে কনট্রোল করার জন্য। যা এডমিন চাইলেই ইজারের পুরো সিস্টেমকে খুব সহজেই On/Off করতে পারবে।
কিভাবে সেটআপ করবেন?
১. আমার দেওয়া script টি cpanel এর Public ফোল্ডারে রাখুন
২. ডাটাবেজ তৈরি করুন।
৩. ডাটাবেজের ভিতর আমার দেওয়া Sql টি import করুন।
৪. public/confic/database.php ফাইলে db name, db user name & db Password ঠিক ভাবে import করুন।
৫. telegram.php ফাইলের ভিতর আপনার বট টোকেন বসান। এছাড়াও index.php ফাইলে বট টোকেন ইমপোর্ট করুন।
৬. ads/view.php ফাইলে আপনার monetag zone id এবং ads script বসান।
আশা করি এতটুকু বুজতে পেরেছেন।
Webhook সেটআপ করুন
webhook সেটআপ করতেই হবে না হলে টেলিগ্রাম বটে কমান্ড দেওয়ার পর তা গ্রহনযোগ্য হবে না।
https://api.telegram.org/botএখানে আপনার বট টোকেন বসান/setWebhook?url=https://আপনার ডোমেইন নাম বসান/telegram.php
এবং এই কোডটি ব্রাউজারে রান করান। তাহলেই webhook সেটআপ হয়ে যাবে এবং টেলিগ্রাম বটে কমান্ড দিলে তা পুরোপুরি work করবে।
টেলিগ্রাম বট কিভাবে খুলতে হয় আশা করি আপনি জানেন। আর যদি না পারেন তাহলে comment করবেন। আমি সুন্দর মত বুজিয়ে দিবো।
Monetag ছাড়াও ইনকাম সুযোগ:—
ট্রিকবিডিতে আমার অনেক ছোট ভাই আছে যাদের ডোমেইন এবং হোস্টিং নাই এবং কোডিং জ্ঞান কম তাহলে তারা কি ইনকাম করতে পারবে না?… উত্তর: তারাও পারবে।
তাদের ইনকাম করার জন্য শুধুমাত্র টেলিগ্রাম এপ & একাউন্ট থাকতে হবে।
যদি এগুলো থাকে তাহলে নিচের লিংকটি ভিজিট করে বটে জয়েন হয়ে নিন
তারপর বটের ভিতর থেকে Easy Earn বাটনে ক্লিক করে মিনি এপে প্রবেশ করুন। এবং Name, Email & Password দিয়ে একটি নতুন একাউন্ট তৈরি করুন।
একাউন্ট তৈরি শেষ হলে লগইন করুন। এবং Start Task বাটনে ক্লিক করে কাজ শুরু করুন।
বলে রাখা ভালো মিমিমাম Withdraw 50 টাকা। যা আপনি ১ ঘন্টায় করতে পারবেন এবং বিকাশ, নগদ ও ফ্লাক্সিলোডের মাধ্যমে Withdraw করতে পারবেন।
সর্বশেষ একটি কথা বলতে চাই বটটি যেহেতু আমাদের সুতারাং পেমেন্ট নিয়ে নিশ্চিত থাকুন।
Script ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
এই পোস্টে ভালো রেসপন্স পেলে আগামী পোস্টে ইনশাআল্লাহ Workupjob এর ক্লোন Php Script শেয়ার করবো।
আশা করি আজকের পোস্ট টি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সুন্দর Comment করে আমার জন্য দুআ করবেন
আল্লাহ হাফেজ।