ডিএসই সূচক গণনায়  যুক্ত হয়েছে ৮৭ শেয়ার

ডিএসই সূচক গণনায় যুক্ত হয়েছে ৮৭ শেয়ার

অর্থনীতি

সমকাল প্রতিবেদক

2025-01-19

ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আজ রোববার থেকে তালিকাভুক্ত ৩২৬ কোম্পানির শেয়ারের দর ও বাজার মূলধনের ভিত্তিতে গণনা করা হবে। গত বৃহস্পতিবার পর্যন্ত ২৫৩ শেয়ার নিয়ে সূচকটি গণনা হতো। গত বছরের শেষ ছয় মাসের তালিকাভুক্ত কোম্পানিগুলোর টাকার অঙ্কে শেয়ার লেনদেনের পরিমাণ এবং বাজার মূলধনের ভিত্তিতে ৮৭টি শেয়ার যুক্ত হয়েছে। বাদ পড়েছে আগের ১৪ শেয়ার।
বেশির ভাগ কোম্পানির শেয়ার সূচকে যুক্ত হওয়ায় সূচকের ওঠানামায় তার প্রভাব থাকবে। তবে সাম্প্রতিক সময়ে বৃহৎ বাজার মূলধনি শেয়ারগুলোর দর ওঠানামা কম হওয়ায় বড় বেশি পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে গত সপ্তাহের বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার বেশির ভাগ ‘পেনি স্টক’ বা স্বল্প মূল্যের শেয়ার দর হারালেও সপ্তাহের হিসাবে এমন শেয়ারের দরেই জয়-জয়কার ছিল। শেষ পর্যন্ত ভালোমন্দ বেশির ভাগ কোম্পানির শেয়ার দর হারিয়েছে। কমেছে মূল্য সূচকও। তবে লেনদেনের পরিমাণ ৯ শতাংশ বেড়েছে। ডিএসইর মূল লেনদেন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০৭টির দর বেড়েছে, ২৬৩টি দর হারিয়েছে এবং অপরিবর্তিত ছিল ২৭টির। এতে ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট হারিয়ে ৫১৩৪ পয়েন্টের নিচে নেমেছে। তবে সার্বিক লেনদেন ১৫৭ কোটি টাকা বেড়ে ১ হাজার ৮৯০ কোটি টাকা ছাড়িয়েছে। সাপ্তাহিক গড় লেনদেন বেড়ে উন্নীত হয়েছে ৩৭৮ কোটি টাকায়।
পর্যালোচনায় দেখা গেছে, আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহের শেষে সর্বোচ্চ ২ শতাংশ পতন থেকে সর্বোচ্চ ২ শতাংশ দর বেড়েছে বা কমেছে ১৬৬টির। এমন শেয়ারের তালিকায় রয়েছে সিঙ্গার বাংলাদেশ, এমজেএল বাংলাদেশ, বিএটি বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার, বার্জার পেইন্টস, রবি, যমুনা অয়েল, এক্‌মি ল্যাবরেটরিজ, স্কয়ার ফার্মার মতো কোম্পানি।
কমপক্ষে ৫ থেকে সর্বোচ্চ ২৮ শতাংশ দর বেড়েছে ২৯ কোম্পানির। আর ৫ শতাংশ থেকে ১৮ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে মোট ৪১ কোম্পানি। ১৮ শতাংশ দর হারিয়েছে ফাইন ফুডস এবং মিডল্যান্ড ব্যাংক। ১০ থেকে ১১ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে ইসলামিক ফাইন্যান্স, সাউথবাংলা এগ্রিকালচার ব্যাংক, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং ফারইস্ট ফাইন্যান্স।
সাড়ে ২৮ শতাংশ দরবৃদ্ধি নিয়ে শীর্ষে ছিল বন্ধ কোম্পানি খুলনা প্রিন্টিং। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে আগের দিনের তুলনায় সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশ দর বেড়ে ২০ টাকা ৭০ পয়সায় কেনাবেচা হয়েছিল। লেনদেনের শেষ সোয়া ২ ঘণ্টায় সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দর ১৭ টাকা ১০ পয়সায় কেনাবেচা হয়েছিল। অর্থাৎ এক দিনেই শেয়ারটির দর ওঠানামা করেছে ১৯ শতাংশের বেশি। 

© Samakal
Shares:
Leave a Reply