দুপুরে বিক্ষোভে অংশ নেওয়া ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘একটি খারাপ চক্রকে নিয়ে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের কমিটি করা হয়েছে। ২৬ সদস্যের কমিটিতে ছাত্রলীগের কয়েকজন কর্মীও রয়েছে। অথচ আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম, শিক্ষার্থীদের পাশে ছিলাম, তারা পদবঞ্চিত। তাই আমরা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।’

পরে সন্ধ্যায় আবারও মিরপুর সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরা। এতে ওই সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আধা ঘণ্টা ধরে এই বিক্ষোভ চলে।

Source link

Shares:
Leave a Reply