তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে হত্যার হুমকি, অভিযুক্ত শনাক্ত না হওয়ায় আতঙ্ক

তাড়াশে বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে হত্যার হুমকি, অভিযুক্ত শনাক্ত না হওয়ায় আতঙ্ক

সারাদেশ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

2025-01-15

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের একজন মেহেদী হাসান নিরব। সম্প্রতি তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ পেয়ে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন ভুক্তভোগী নিরব। তবে প্রায় দুই মাস পেরিয়ে গেলেও হুমকিদাতাকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এতে আতঙ্কে রয়েছেন নিরব ও তার পরিবার।

জানা গেছে, নিরব তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কুন্দাশন গ্রামের তোফায়েল আহমেদের ছেলে। তিনি স্নাতক শ্রেণিতে ভর্তি প্রার্থী।

জিডি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে নিরবের ব্যবহৃত মোবাইল ফোনে ফেসবুকের বিভিন্ন পোস্ট দেখছেন। এমন সময় ‘ছন্নছাড়া বাঁধন’ নামের একটি আইডি থেকে তার একটি পোস্টে কমেন্ট করে ‘জীবনে একবারই বসন্ত পেয়েছিস, শেষবারের মত হেসে নে। তুই যেভাবে বেড়ে গেছিস এর ফল তোকে নির্মমভাবে ভোগ করতে হবে’।

একই আইডি থেকে তার মেসেঞ্জারে লিখেছে ‘আমার জীবনের একটাই উদ্দেশ্য তোকে মেরে ফেলা, জবাই করার সময় হলেই তোকে জবাই করবো’। এ নিয়ে ভুক্তভোগী নিরব ও তাঁর পরিবারের লোকজন আতঙ্কে দিন কাটচ্ছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে মেহেদী হাসান নিরব বলেন, জুলাই বিপ্লবে দেশের জন্য লড়াই করেছি। আন্দোলনের শুরুতে বিভিন্ন হুমকি পেলেও গুরুত্ব দিইনি। কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১২ নভেম্বর সকালে আমাকে হত্যার হুমকির বিষয়টি নিয়ে আমি ও আমার পরিবার উদ্বিগ্ন। তাই থানায় জিডি করেছি।

বুধবার বিকাল ৩টার দিকে সাধারণ ডায়েরির (জিডি) বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে।

© Samakal
Shares:
Leave a Reply