তামিমের ব্যাখ্যা: মালানের সঙ্গে কোনো ঝামেলা হয়নি  

তামিমের ব্যাখ্যা: মালানের সঙ্গে কোনো ঝামেলা হয়নি  

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-20

ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি বিপিএলে মাঠে মেজাজ হারানোর জন্য আলোচনায় রয়েছেন। রংপুর রাইডার্সের বিপক্ষে অ্যালেক্স হেলস এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে বাগ-বিতণ্ডার পর এবার চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচেও বিতর্কে জড়ান তিনি। ম্যাচে ইংলিশ ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে রান আউট হওয়ার পর তাদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির আভাস পাওয়া যায়।  

ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে শুরু হওয়া আলোচনা সম্পর্কে ফেসবুকে নিজের অবস্থান পরিষ্কার করেন তামিম। তিনি লিখেছেন, ‘অনেকেই জানতে চেয়েছেন মালানের সঙ্গে মাঠে কিছু হয়েছে কি না। এটা নিয়ে নানা কথা হচ্ছে। কিন্তু বাস্তবে আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। মালান আসলে প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে জবাব দিচ্ছিল।’  

তামিম জানান, আউট হওয়ার পর মালান তাকে ‘সরি’ বলে ইশারা করেন, আর তিনি সেই দিকে তাকিয়েই মাঠ ছাড়েন। মালান পরে প্রতিপক্ষের এক ফিল্ডারের সঙ্গে কথা কাটাকাটি করেন। তামিম বলেন, ‘মালান ওই ফিল্ডারের দিকে এগিয়ে যাচ্ছিল। অথচ এটাকেই অনেকে বানিয়ে ফেলেছেন, যেন আমাদের মধ্যে ঝামেলা হয়েছে!’ 

বরিশাল অধিনায়ক আরও লেখেন, ‘টিভিতে দেখা কয়েকটি দৃশ্য দেখে চূড়ান্ত ধারণা নেওয়া ঠিক নয়। অনেক সময় টিভিতে পুরো ঘটনা ফুটে ওঠে না, যা স্বাভাবিক।’  

তামিম তার স্ট্যাটাসে সবাইকে আহ্বান জানান, মাঠে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে অনুমান নির্ভর মন্তব্য না করার। তিনি লেখেন, ‘যারা মাঠে থাকেন, তারাই প্রকৃত ঘটনা জানেন। টিভিতে কয়েক ঝলক দেখে সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।’

© Samakal
Shares:
Leave a Reply