দলের কোন জায়গা নিয়ে চিন্তিত, জানালেন বরিশাল কোচ 

দলের কোন জায়গা নিয়ে চিন্তিত, জানালেন বরিশাল কোচ 

খেলা

ক্রীড়া প্রতিবেদক

2025-01-15

বিপিএলে দারুণ এক দল গড়েছে ফরচুন বরিশাল। গত আসরের চ্যাম্পিয়নদের দলে দেশের সেরা এবং অভিজ্ঞ ক্রিকেটাররা খেলছেন। বিদেশিদের মধ্যে মোহাম্মদ নবী ছাড়াও শাহিন শাহ আফ্রিদি, কাইল মায়ার্ক এসেছিলেন। যদিও শাহিন-মায়ার্স চলে গেছেন। 

দারুণ দল গড়েও পয়েন্ট টেবিলে তিনে আছে ফরচুন বরিশাল। দুই ম্যাচেই হেরেছে রংপুর রাইডার্সের বিপক্ষে। বিষয়টি নিয়ে বরিশালের কোচ মিজানুর রহমান বাবুল জানিয়েছেন, ডেথ ওভারের বোলিং নিয়ে কাজ করছেন তারা। ওই জায়গাটা পূরণ হয়ে গেলেই দলটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। 

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে বাবুল বলেন, ‘ডেথ ওভার নিয়ে কিছুটা চিন্তিত। এই জায়গাটা নিয়ে কাজ করছি। এই জায়গাটা ঠিক হলে বলবো যে, আমরা দল হিসেবে পুরোপুরি ঠিক আছি। উইকেট সিলেটের মতোই হবে মনে হচ্ছে। ব্যাটাররা বেশি স্বাচ্ছন্দ্যে বোধ করবে। বোলাররা সঠিক লাইনে বল করতে পারলে ভালো করবে। ট্রু উইকেট বলা যায়।’ 

চট্টগ্রাম পর্বে দলের লক্ষ্য দিয়ে কোচ বাবুল জানান, তারা চট্টগ্রাম পর্বের তিন ম্যাচেই জয়ের চেষ্টা করবেন, ‘এখান আমাদের তিনটা ম্যাচ আছে। একটা একটা করে চেষ্টা করবো তিনটা ম্যাচই জেতার। খেলোয়াড়রা সকলে ভালো আছে। দু’জন চলে গেছেন। জেমস ফুলার জয়েন করেছে। আমরা ভালো পজিশনে আছি। গত আসরের চ্যাম্পিয়ন হওয়ায় কোন চাপ অনুভব করছি না।’

© Samakal
Shares:
Leave a Reply