দল না পাঠালেও পাকিস্তানে যাচ্ছেন রোহিত? 

দল না পাঠালেও পাকিস্তানে যাচ্ছেন রোহিত? 

খেলা

স্পোর্টস ডেস্ক

2025-01-14

নানা দেন-দরবার শেষে ১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পিসিবি শুরুতে চেয়েছিল পুরো আসর পাকিস্তানে আয়োজন করতে। কিন্তু বিসিসিআই পাকিস্তানে নিরাপত্তা অজুহাতে দল পাঠাতে রাজি হয়নি। তারা গো ধরেছিল হাইব্রিড মডেলের। 

পরে পিসিবি নতুন শর্তারোপ করে। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে পাকিস্তানও পরবর্তী ৩ বছরে কোন টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। ওই শর্তে আবার ভারত শুরুতে রাজি ছিল না। তবে পরবর্তীতে রাজি হয়েছে। 

এখন ভারত-পাকিস্তান ম্যাচসহ রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে। ভারতীয় দল পাকিস্তান সফরে না গেলেও দলটির অধিনায়ক রোহিত শর্মাকে সাময়িক সময়ের জন্য পাকিস্তানে যেতে হতে পারে। 

সংবাদ মাধ্যম জানিয়েছে, আইসিসির কোন টুর্নামেন্টের আগে ট্রফি নিয়ে ফটোসেশন করতে হয়। এটা আইসিসির একটা নিয়ম। ওই নিয়ম রক্ষা করার জন্যই পাকিস্তানে যেতে হতে পারে রোহিতকে। অবশ্য আইসিসি, পিসিবি ও বিসিসিআই এই বিষয়ে নতুন কোন সমাধানও বের করত পারে।  

© Samakal
Shares:
Leave a Reply