দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ

দুদকের নতুন ডিজি আবদুল্লাহ-আল-জাহিদ

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক 

2025-01-18

দুর্নীতি দমন কমিশনের (দুদক) গোয়েন্দা সেলের পরিচালক আবদুল্লাহ-আল-জাহিদকে মহাপরিচালক (ডিজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুদকের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

তবে তাকে দুদকের কোন বিভাগে  দায়িত্ব দেওয়া হবে আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। দুদকের আটটি অনুবিভাগের প্রধান হিসেবে আটজন ডিজি দায়িত্ব পালন করেন। এর মধ্যে পাঁচটি অনুবিভাগে জনপ্রশাসন থেকে প্রেষণে আসা কর্মকর্তাদের নিযুক্ত করা হয়েছে। 

আবদুল্লাহ-আল-জাহিদ ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি আইনশাস্ত্রে এলএলবি এবং ব্যবসায় প্রশাসনে এমবিএ ডিগ্রি অর্জন করেন। 
দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তিনি থাইল্যান্ডের এআইটি হতে এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ে মালয়েশিয়া হতে কোর্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আমেরিকার আটলান্টায় দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করেন।

© Samakal
Shares:
Leave a Reply