দু’বছর ঝুলিয়ে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বিআইডব্লিউটিএর

দু’বছর ঝুলিয়ে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি বিআইডব্লিউটিএর

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

2025-01-16

দুই বছরের বেশি সময় ঝুলিয়ে রাখার পর শেষ পর্যন্ত ৭৩টি লস্কর পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইব্লিউটিএ)।

২০০২ সালে অনুষ্ঠিত এসব পদে নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা বাতিল করায় ক্ষুব্ধ এসব পরীক্ষায় উত্তীর্ণরা। পুনর্নিয়োগ পরীক্ষা বাতিল ও আগের পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত নিয়োগের দাবিতে উচ্চ আদালতে রিটের প্রস্তুতি নিতে শুরু করেছেন এসব নিয়োগপ্রত্যাশী।

গতকাল বুধবার ৭৩টি লস্কর পদের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়। বিআইব্লিউটিএর যুগ্ম পরিচালক (মানবসম্পদ) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত ওই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সর্বশেষ কোটা-সংক্রান্ত প্রজ্ঞাপন ও বয়সসীমা-সংক্রান্ত অধ্যাদেশ জারি করায় নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর মাধ্যমে উল্লিখিত ৭৩টি লস্কর পদে নিয়োগের লক্ষ্যে ২০২২ সালের ৩ এপ্রিল প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। 

তবে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি জারির ক্ষেত্রে বিআইব্লিউটিএর এমন যুক্তি মানতে নারাজ নিয়োগপ্রত্যাশীরা। তারা বলছেন, বিগত সরকারের সময় ২০২২ সালে এসব পদের নিয়োগের লক্ষ্যে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষ করা হলেও শুধু চূড়ান্ত ফল প্রকাশ ও উত্তীর্ণদের নিয়োগ দেওয়া  তখনকার প্রেক্ষাপটে বর্তমান সরকারের কোটা-সংক্রান্ত প্রজ্ঞাপন ও বয়সসীমা-সংক্রান্ত অধ্যাদেশ কার্যকর হওয়ার কথা নয়। 

© Samakal
Shares:
Leave a Reply