দেশে অবৈধভাবে বাস করছে ৩৩ হাজার বিদেশী

দেশে অবৈধভাবে বাস করছে ৩৩ হাজার বিদেশী

বাংলাদেশ

সমকাল প্রতিবেদক

<time class="op-modified" dateTime="2025-01-20"2025-01-20
2025-01-20

দেশে এখনো ৩৩ হাজার ৬৪৮ জন অবৈধ বিদেশী রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, দেশে গত ৩০ অক্টোবর পর্যন্ত অবৈধ বিদেশী নাগরিকের সংখ্যা ছিল ৪৯ হাজার ২৬৬ জন। তবে ১৮ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬৪৮ জন।

এদিকে ১৪ জানুয়ারি অবধি অবৈধ নাগরিকদের থেকে ১০ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপদেষ্টা বলেন, আমরা তাদের সময়সীমা বেধে দিয়েছিলাম। নির্ধারিত সময় অতিবাহিত হলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। এসব অবৈধ বিদেশীদের যারা কর্মসংস্থান করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

© Samakal
Shares:
Leave a Reply