নাব্য সংকটে রৌমারী-চিলমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ

নাব্য সংকটে রৌমারী-চিলমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ

সারাদেশ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

2025-01-10

ব্রহ্মপুত্র নদে নাব্য সংকটে ১৮ দিন ধরে বন্ধ রয়েছে রৌমারী-চিলমারী নৌপথে ফেরি চলাচল। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির চিলমারীর বাণিজ্য ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর থেকে ব্রহ্মপুত্রে নাব্য সংকট ও খনন কাজের কারণে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলে পুনরায় শুরু করা হবে ফেরি চলাচল। তবে কবে নাগাদ চালু করা হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই ট্রাক নিয়ে এসেছেন আব্দুল মতিন নামে এক চালক। তিনি বলেন, ফেরি চলাচল বন্ধ, তা জানতেন না তিনি। গত ৪ দিন ধরে ট্রাক নিয়ে রাস্তায় রয়েছেন। এতে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। কবে ফেরি চালু করা হবে তা কিছুই বলতে পারছেন না কর্তৃপক্ষ।

আরেক ট্রাক চালক মজিবর রহমান জানান, ট্রাক নিয়ে এসে দেখেন ফেরি চলাচল বন্ধ। এখান থেকে আবার ঘুরে যেতে হবে তাকে। এতে বাড়তি খরচ গুনতে হবে বলে জানান তিনি।

কথা হয় বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামানের সঙ্গে। তার ভাষ্য, ব্রহ্মপুত্র নদে সার্ভে করা হচ্ছে। বলদমারা থেকে রৌমারীঘাট পর্যন্ত ৬ কিলোমিটার এলাকায় সমস্যা রয়েছে। সাহেবের আলগা থেকে আসা চ্যানেলে চর ভেঙে নৌপথ বন্ধ হয়ে গেছে। এ জন্য চার হাজার ফুট খনন করা হচ্ছে বলেও জানান এই প্রকৌশলী।

© Samakal
Shares:
Leave a Reply