
পঞ্চগড়ে টানা দুইদিন ধরে তাপমাত্রা এককের ঘরে
সারাদেশ
পঞ্চগড় প্রতিনিধি 2025-01-15
পঞ্চগড়ে দুইদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা আবারও এককের ঘরে নেমেছে। দুইদিন ধরেই চলছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে ছিল গোটা এলাকা। তবে দুপুর ১২টার দিকে সূর্যের মুখ দেখা যাওয়ায় কেটে যায় ঘন কুয়াশা।
আবহাওয়া অফিস সূত্র জানায়, মাঘের প্রথম দিন সকালে ঘন কুয়াশার সঙ্গে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি। দিনের তাপমাত্রাও (সর্বোচ্চ তাপমাত্রা) কমে রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি। এর আগে বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
বুধবার সকাল ১০টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। সাথে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত শুরু হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সূর্যের দেখা মেলায় শীতের প্রকোপ কিছুটা কমতে থাকে।
শহরের মিঠাপুকুর এলাকার পাথর শ্রমিক ছায়ফুল আলম বলেন, আমাদর নদীতে নেমে পাথর তুলতে হয়। দিনে রোদের কারণে তেমন সমস্যার হয় না। কিন্তু সকালে ঠান্ডার কারণে কাজ করা যাচ্ছে না। আমাদের আয় কমে গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়ায় টানা দুই দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ এর নিচেই উঠানামা করছে। তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার শুরু হয়েছিল এই মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।