
পিএসএলে দল পেলেন নাহিদ রানা
খেলা
স্পোর্টস ডেস্ক 2025-01-13
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ড্রাফট থেকে প্রথম দফায় দল পাননি বাংলাদেশের সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনরা। তবে পিএসএলের ১০ আসরে দল পেয়েছেন তরুণ পেস সেনসেশন নাহিদ রানা।
তাকে পেশোয়ার জালমি দলে নিয়েছে। নাহিদ রানা ড্রফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন। সেখান থেকে প্রথম রাউন্ডের ডাকে তাকে দলে নিয়েছে জালমি। নাহিদ রানা পেশোয়ারে সতীর্থ হিসেবে পাবেন বাবর আজম, সায়েম আইয়ূব, মোহাম্মদ হ্যারিস, করবিন বোচদের।