পিনিকের খাঁচায় বন্দি হয়ে সামনে এলেন বুবলী

পিনিকের খাঁচায় বন্দি হয়ে সামনে এলেন বুবলী

বিনোদন

বিনোদন প্রতিবেদক

<time class="op-modified" dateTime="2025-01-19"2025-01-19
2025-01-19

আসন্ন ঈদুল ফিতরে চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘জংলি’ ছবি মুক্তি পাচ্ছে। মুক্তি পাচ্ছে তার অভিনীত আরও একটি ছবি নাম ‘পিনিক’। গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় ছবিটির। 

শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়।  হাতে রাখা হয় বুবলীকে।

এবার এলো বুবলীর ফার্স্ট লুক।  যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দী। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশকে আবৃত।

ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। ছবিটিতে  শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। ছবির অন্যতম প্রযোজক শিমুল খান জানান, ‘এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা–প্রতিশোধের গল্প।’

এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।

সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান। রোজার ঈদের মুক্তি কথা ছবিটির। 

© Samakal
Shares:
Leave a Reply