পুলিশের পোশাক পরে ছিনতাই-চাঁদা তোলেন চাকরিচ্যুত কনস্টেবল হাকিম

পুলিশের পোশাক পরে ছিনতাই-চাঁদা তোলেন চাকরিচ্যুত কনস্টেবল হাকিম

অপরাধ

সমকাল প্রতিবেদক

2025-01-14

পুলিশ পরিচয়ে বাহিনীর পোশাক পরে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে চাকরিচ্যুত পুলিশ সদস্য হাকিম উদ্দিন ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুজন হলেন- মো. শহিদ ও আল আমিন মাতুব্বর। সোমবার গভীর রাতে রাজধানীর হাতিরঝিলের চৌধুরীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

এ সময় তাদের কাছ থেকে পুলিশের ইউনিফর্ম, এক জোড়া অক্সফোর্ড স্যু, একটি পুলিশের ট্র্যাকসুট, একটি পুলিশের রিফ্লেকটিং ভেস্ট, ইউনিফর্মের বিভিন্ন উপকরণ, একটি পিস্তল কভার ও সাতটি মোবাইল ফোন এবং ছিনতাইয়ে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, চৌধুরীপাড়ার ৩৬ নম্বর ওয়ার্ড এলাকার ৩৮/২ নম্বর বাসার সামনে মোটরসাইকেলে গিয়ে পুলিশ পরিচয়ে ছিনতাই করছিলেন তিন ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাকিম পুলিশকে জানান, তিনি ২০২২ সালে চাকরিচ্যুত হন। এরপর তিনি সহযোগীদের সঙ্গে নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

© Samakal
Shares:
Leave a Reply