প্রত্যাশা যখন গিনেস রেকর্ড

প্রত্যাশা যখন গিনেস রেকর্ড

সারাদেশ

কুমিল্লা প্রতিনিধি

2025-01-10

কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুমিল্লা নগরীর ভাষাসংগ্রামী ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে গ্র্যান্ড রিইউনিয়ন শুরু হয়। এতে অংশ নেন প্রতিষ্ঠানটির প্রায় ছয় হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষক। 
এদিন সকাল ১০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের আব্দুজ জাহের। 
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল বলেন, সারা বিশ্বে স্কুল ও কলেজ পর্যায়ে এত বিশাল আয়োজনের রিইউনিয়ন আগে কখনও হয়নি। এ গ্র্যান্ড রিইউনিয়ন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে যাচ্ছে। এটি বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সারা বিশ্বে ছড়িয়ে আছেন। তারা দেশ বিদেশে গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকে মানবতার সেবা করে যাচ্ছেন। বর্তমানে এ প্রতিষ্ঠানে প্রায় ১৪ হাজার শিক্ষার্থী রয়েছে। আগামীতেও রিইউনিয়নের ধারা অব্যাহত রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। 
রিইউনিয়নের প্রধান উদ্যোক্তা ও অ্যাডমিন ড. আলমগীর হোসেন রিপন বলেন, এ রিইউনিয়নে নিবন্ধন করে প্রতিষ্ঠানটির ৫ হাজার ৬৫৩ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। এটি বিশ্বের সবচেয়ে বড় রিইউনিয়নের রেকর্ড। 
এর আগে ২০১৭ সালের ২৪ ডিসেম্বর ভারতের ভাস্যম এডুকেশনাল ইনস্টিটিউশন্সের (গুন্টুর, অন্ধ্রপ্রদেশ) রিইউনিয়নে ৪ হাজার ২৬৮ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে গোল্ডেন ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়। এ রেকর্ড পেছনে ফেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ। 
অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। এ উপলক্ষে দিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়নে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, থিম সং প্রদর্শন, ফ্যাশন শো (চমক), বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, দেশের গান, কবিতা আবৃত্তি ও কনসার্ট হয়।
 

© Samakal
Shares:
Leave a Reply