
প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে চাঁদাবাজি করতেন কামাল
অপরাধ
সমকাল প্রতিবেদক 2025-01-19
কখনও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনও সাংবাদিক আবার কখনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও চাঁদাবাজি করছিলেন কামাল খান ওরফে শাহ কামাল নামের এক ব্যক্তি। অবশেষে পুলিশের হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ বলছে, কামাল একজন পেশাদার প্রতারক। শনিবার তাকে ডেমরা থানা-পুলিশ গ্রেপ্তার করে।
ডেমরা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার কামাল পুলিশ কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার মানুষের কাছে নানা পরিচয়ে প্রতারণা ও চাঁদাবাজি করতেন। গত বৃহস্পতিবার ডেমরার রাণীমহল এলাকায় দায়িত্বরত পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসা কালিমুল্লাহকে কামাল ফোন করে নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেন। শনিবার তাকে কৌশলে ডেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ বাদী হয়ে কামালের বিরুদ্ধে ডেমরা থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন।