আসসালামু আলাইকুম

আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি আর্টিকেল নিয়ে। আজকের আর্টিকেল টি ও অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। কেননা আজকে আপনাদের সাথে আমি প্রিমিয়াম ভিজিটিং কার্ডের plp ফাইল একদম ফ্রি তে শেয়ার করবো। যেটায় আপনারা চাইলে নিজের নাম, ছবি কিংবা আপনার কোম্পানির নাম, লোগো ইত্যাদি ইনফরমেশন যুক্ত করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে পোস্ট টা শুরু করা যাক।

 

প্রিমিয়াম ভিজিটিং কার্ডের plp ফাইল

আজকের ফাইলটা একদম plp আকারেই আপনাদের সাথে শেয়ার করবো। অর্থাৎ এর জন্য আপনাদের জিপ ফাইল আনজিপ করার দরকার হবে না। আর এই ফাইল ইডিট করার জন্য pixellab নামক একটি এপ এর দরকার হবে। তো যাই হোক। আগে চলুন আমরা দেখে আসি ভিজিটিং কার্ডটি ঠিক কেমন হবে। নিচে আমি ভিজিটিং কার্ডের একটি ছবি দিয়ে দিচ্ছি।

 

ভিজিটিং কার্ডের plp ফাইল ডাউনলোড

এই ফাইলটি আমি একদম ফ্রি তে দিবো আপনাদের। নিচে একটা লিংক দিবো (গুগল ড্রাইভের) সেখান থেকে আপনারা ফ্রি তে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তবে ফাইলটা পাসওয়ার্ট প্রটেক্ট থাকবে। পাসওয়ার্ড ও আমি লিংক এর সাথে দিয়ে দিচ্ছি।

Download Link:
Card Visiting card plp file download (drive)

Password: 57MF8G

(একটা জিনিস খেয়াল রাখবেন এখানে সব অক্ষর বড় হাতের আছে। ছোট হাতের অক্ষর দিলে কিন্তু পাসওয়ার্ড কাজ করবে না। প্রয়োজনে এখান থেকে কপি করে নিন।)

 

ভিজিটিং কার্ডের plp ফাইল ডিজাইন

এবার আসি কিভাবে এই plp ফাইলটা ডিজাইন করবেন। এটা করার জন্য আপনাদের pixellab এপ লাগবে। যাদের কাছে এটা আগে থেকে আছে এবং এর কাজ পারেন তারা তো পারেনই। আর যারা পারেন না তারা এই পোস্টের নিচে একটা ইউটিউব টিউটোরিয়াল লিংক দিবো সেখান থেকে দেখে নিবেন।

 

ভিজিটিং কার্ডের plp ফাইল এর কোথায় কি ডিজাইন করবো

এই কার্ডের সেম্পল তো আমি উপরে দিয়েছি। তো সেখানে আপনারা দেখতে পাবেন Company Name নামে বড় করে একটা টাইটেল আছে। সেখানে আপনার কোম্পানী বা প্রতিষ্ঠানের নাম দিবেন। আর যদি এটা না থাকে তাহলে লেয়ার অপশন থেকে এই লেয়ার টা কেটে দিবেন। তারপর নিচের Yourname, Phone number, address, website, email এগুলা নিজের মতো করে বসিয়ে দিবেন। এরপর বাম দিকে লোগো বসিয়ে দিবেন।

 

তো যারা এগুলোর কাজ জানেন তাদের জন্য তো রি কাজ গুলো সহজই হবে। আর যারা এগুলোর কাজ জানেন না তারা নিচের দেওয়া লিংক থেকে ইউটিউবের টিউটোরিয়াল দেখতে পারেন। আমি নিজে তৈরি করছি টিউটোরিয়াল। আপনারা দেখলে বুঝতে পারবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিলে পরবর্তীতে আরো ভালো ভালো plp ফাইল পাবেন। কেননা সব plp এর তো এমন আর্টিকেল লেখা সম্ভব না। তাই অনেক ক্ষেত্রে দেখবেন যে পোস্ট না করে আমি ডিরেক্ট ভিডিও আপলোড করে দিয়েছি ইউটিউবে। যেহেতু একদম নতুন চ্যানেল। তাই মন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।

Youtube Tutorial: এখানে ক্লিক করুন

 

শেষ কথা

আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। এছাড়াও আপনাদের যদি সাড়া পাই তাহলে সামনে আরো ভালো ভালো প্রিমিয়াম ডিজাইন আপনাদের সাথে শেয়ার করবো আমি। তো দেখা হবে পরবর্তী কোনো পোস্টে, সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ্য থাকুন। রামাদান মোবারক, আল্লাহ হাফেজ।

Shares:
Leave a Reply