
ফরিদপুরের কৃষ্ণনগর ও চাঁদপুরে এ কে আজাদের শীতবস্ত্র বিতরণ
সারাদেশ
ফরিদপুর অফিস 2025-01-16
ফরিদপুরের শীতার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ। তার নির্দেশনায় ১০ দিনব্যাপী কম্বল বিতরণের এই আয়োজনের ষষ্ঠ দিন ফরিদপুর সদরের কৃষ্ণনগর ও চাঁদপুর ইউনিয়নে দিনব্যাপী চলে কম্বল বিতরণ। কৃষ্ণনগরের হাট গোবিন্দপুর হাইস্কুল মাঠ ও চাঁদপুর ইউনিয়নের বলের মাঠে দুই হাজার দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র।
শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় চলমান রয়েছে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। পর্যায়ক্রমে ফরিদপুর সদরের ১২টি ইউনিয়ন ও ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে মোট ২০ হাজার কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে। এ কাজে সহায়তা করছে ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সমকাল সুহৃদ সমাবেশ। বাস্তবায়নকারী এনজিওগুলো হচ্ছে এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি ও পিডব্লিউও।
ব্যাংকটির ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফডিএর নির্বাহী পরিচালক মো. আবু সাহের আলম, উপদেষ্টা আজাহারুল ইসলাম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের পরিচালক আবুল কালাম আজাদ, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির প্রমুখ।