ফরিদপুরের শ্রমিক লীগ নেতা নাছিরকে গ্রেপ্তারে আলটিমেটাম

ফরিদপুরের শ্রমিক লীগ নেতা নাছিরকে গ্রেপ্তারে আলটিমেটাম

সারাদেশ

ফরিদপুর অফিস

2025-01-19

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা ও হামলার একাধিক মামলার আসামি ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম নাছিরসহ জড়িতদের পাঁচ দিনের মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

রোববার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন ফরিদপুরের অন্যতম ছাত্র সমন্বয়ক সোহেল রানা। 

তিনি বলেন, ‘এই নাছির ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি তাঁর বাহিনী নিয়ে হামলায় অংশ নেন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আগামী পাঁচ দিনের মধ্যে নাছিরসহ হামলা ও হত্যাকারীদের গ্রেপ্তার না করলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আমরণ অনশনে বসব আমরা।’ 

তবে সংবাদ সম্মেলনে জেলা শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি জুবায়ের জাকিরকে দেখা গেছে। তাঁকে সেখানে দেখে হতবাক ফরিদপুরের সাধারণ মানুষ ও ছাত্রসমাজ। অথচ তাঁর গ্রেপ্তার হওয়ার কথা ছিল। 

এর আগে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় বক্তব্য দিতে দেখা যায় গোলাম নাছির ও জুবায়ের জাকিরকে। তারা দু’জনই শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ বিষয়গুলো মেনে নিতে পারেননি ছাত্র সমন্বয়করা। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলায় জড়িতদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক আবরাব নাদিম ইতু, নিরব ইমতিয়াজ শান্ত, মেহেদী হাসান হৃদয়, সাজিদ খান, আবু নাঈম, জেবা অতশি, সিফাত, ওয়ালিদ আশরাফ, তাহসিন জেবা, ফারহান নাইব প্রমুখ উপস্থিত ছিলেন। 

© Samakal
Shares:
Leave a Reply