ফরিদপুরে দ্বিতীয়  দিনে শীতবস্ত্র পেল  ২৭০০ পরিবার

ফরিদপুরে দ্বিতীয় দিনে শীতবস্ত্র পেল ২৭০০ পরিবার

সারাদেশ

 ফরিদপুর অফিস

2025-01-12

ফরিদপুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক। সপ্তাহব্যাপী কার্যক্রমের দ্বিতীয় দিনে গতকাল রোববার জেলায় ২ হাজার ৭০০ পরিবারকে কম্বল দিয়েছে বেসরকারি ব্যাংকটি। গত শনিবার শুরু হওয়া এ আয়োজনে ২০ হাজার কম্বল দেওয়া হবে। 

গতকাল ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্কুল মাঠসহ শহর ও গ্রামের পাঁচটি স্থানে নিম্নবিত্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলা সদরের ১২টি ইউনিয়ন এবং ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে ২০ হাজার কম্বল দেওয়া হবে। এতে সহায়তা করছে সমকাল সুহৃদ সমাবেশসহ ফরিদপুরের পাঁচটি বেসরকারি উন্নয়ন সংস্থা– এফডিএ, বিএফএফ, একেকে, এসডিসি এবং পিডব্লিউও। শাহ্জালাল ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এ কার্যক্রম চালাচ্ছে। 

ব্যাংকটির ফরিদপুর শাখার ম্যানেজার কেএম আনিসুর রহমানের তত্ত্বাবধানে দ্বিতীয় দিনের কম্বল বিতরণে উপস্থিত ছিলেন এফডিএর নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক আবুল কালাম আজাদ, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, পরিচালক বেলাল হোসেন, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফের নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, একেকের নির্বাহী পরিচালক আব্দুল জলিল, পরিচালক মো. আলাউদ্দীন, পিডব্লিউওর নির্বাহী পরিচালক হাফিজ মণ্ডল, স্কুলশিক্ষক আক্কাস প্রামাণিকসহ ব্যাংক ও বাস্তবায়নকারী সংস্থার কর্মকর্তারা। 

© Samakal
Shares:
Leave a Reply