ফের পেছাল ইমরান বুশরার মামলার রায়

ফের পেছাল ইমরান বুশরার মামলার রায়

বিশ্ব

অনলাইন ডেস্ক

2025-01-14

আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে রায় তৃতীয়বারের মতো স্থগিত করেছে ইসলামাবাদের আদালত। আল-কাদির ট্রাস্টের ১৯ কোটি পাউন্ড দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে গত ১৮ ডিসেম্বর আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২৩ ডিসেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেন আদালত। সেই তারিখ পিছিয়ে ৬ জানুয়ারি এবং পরে ১৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

গতকাল শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী বা আসামি– কেউই আদালতে হাজির হননি। তাই জবাবদিহি আদালতের বিচারক নাসির জাভেদ রানা রায় ঘোষণায় অপারগতা প্রকাশ করেন। ১৭ জানুয়ারি এ রায় ঘোষণা করা হবে বলে জানান তিনি। ডন। 
প্রতিবেদন- আসিফ মাহমুদ

© Samakal
Shares:
Leave a Reply