ফেসবুকে ৬০ দিনের আগে নাম পরিবর্তন | How To Change Facebook Name Before 60 Days
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা ফেসবুকে ৬০ দিনের আগে নাম পরিবর্তন করবেন। আপনারা সকলে জানেন ফেসবুক আইডির নাম পরিবর্তন করা হলে পরবর্তী ৬০ দিন মধ্যে ফেসবুক আইডির নাম পরিবর্তন করা যায়না। এক্ষেত্রে অনেকে সমস্যার সম্মুখীন হোক।
জরুরী অবস্থায় নামের ভুল বা অন্য কোনো সমস্যার জন্য কিভাবে সেই ৬০ দিন হওয়ার আগেই ফেসবুক আইডির নাম পরিবর্তন করবেন চলুন শুরু করা যাক।
সর্বপ্রথম যেকোনো একটা ফেসবুক অ্যাপে এসে Menu তে ক্লিক করুন।
এরপর একটু নিচে লেখা আছে Help & Support সেখানে ক্লিক করুন।
এবার Help Centre ক্লিক
Search Help এ যান
শুধু Name লিখে সার্চ দিলে Name Change চলে আসলে সেটাই ক্লিক।
এবার How To Change Your Name On Facebook ক্লিক করুন।
Let Us Know ক্লিক
এবার এই দুই বক্সে আপনার পুরো নতুন যে নাম আইডিতে দিতে চান সেটা লিখে দিবেন।
এমনকি আপনাকে নামটা পরিবর্তন করার জন্য তারা ডকুমেন্টস আপলোড করতে বলবে।
ডকুমেন্টস হিসেবে এনআইডি কার্ড থাকলে সেটা আপলোড করলে সবচেয়ে ভালো হবে। আর অবশ্যই সেই নামের সাথে এখানকার নামের মিল থাকতে হবে।
আর যাদের এনআইডি নাই তারা জন্মনিবন্ধন বা সার্টিফিকেট এর ছবি তুলে আপলোড করতে পারেন।
এবার আপলোড করতে Choose Files ক্লিক।
আপনার ডকুমেন্টস সিলেক্ট করে Done করুন।
সেক্ষেত্রে আপলোড হয়ে যাবে এরপর আপনার একটা জিমেইল লিখবেন এবং Send করবেন।
তাহলে সেন্ড হয়ে যাবে। এবার বেরিয়ে আসুন।
এবার কিছুক্ষণ অপেক্ষা করলে লক্ষ্য করবেন আপনার ডকুমেন্টস ঠিক থাকলে ফেসবুক থেকে এমন নোটিফিকেশন পাঠাবে অর্থাৎ তারা আইডির নামটা পরিবর্তন করে দিয়েছে।
ফেসবুক প্রোফাইলে গেলেই নাম পরিবর্তন দেখতে পাবেন।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH
★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন
জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}