ফেসবুক প্রোফাইলে পছন্দের গান সেট করুন | How To Add Song In Facebook Profile


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলে পছন্দের গান সেট করবেন।
এ ফিচারটি ফেসবুকের ভিতরে সেটিংস হওয়ায় অনেকে আপনারা এ ফিচার সম্পর্কে জানেন না বা ব্যবহার করেন না কিন্তু এ অফশনটি অনেক আগে থেকে ফেসবুকে রয়েছে।
যদি আপনার ফেসবুক প্রোফাইলে পছন্দের গান সেট করে রাখেন এতে যেকেউ আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করলে আপনার পছন্দের গানটি সেইখান থেকে প্লে করে শুনতে পারবে।
যাইহো কিভাবে ফেসবুক প্রোফাইলে পছন্দের গান সেট করবেন এবার লক্ষ্য করুন।
শুরুতে যেকোনো ফেসবুক অ্যাপের মাধ্যমে ফেসবুক প্রোফাইলে এসে About অফশনে ক্লিক করুন।

এরপর Edit Public Details ক্লিক

একটু নিচে আসুন

পুনরায় Edit Your About Info ক্লিক

এরকম পেজে একদম নিচে আসুন

সেক্ষেত্রে Add Music অফশন পাবেন সেখানে ক্লিক।

ওপরে কোনায় + এ ক্লিক করুন।

এবার চাইলে পছন্দের গান সার্চ করতে পারেন অথবা এখান থেকে প্লে করে শুনতে পারেন।

তারপর পছন্দের গানটি সেট করার জন্য গানের ওপর ক্লিক

এমনকি Music মধ্যে গানটি দেখতে পাবেন। এবার এখান থেকে বেরিয়ে আসুন।

এবার দেখুন গানটি About মধ্যে নিচে রয়েছে তবে গানটি প্রোফাইল নামের কাছে আনতে ৩ ডটে ক্লিক করুন।

Pin To Profile ক্লিক

সেক্ষেত্রে গানটি পিন হয়ে যাবে।

প্রোফাইল নামের নিচে এবার গানটি যেকেউ দেখতে পাবে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন


“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Shares:
Leave a Reply