বগুড়ায় হাতকড়াসহ পালাল ছিনতাইকারী

বগুড়ায় হাতকড়াসহ পালাল ছিনতাইকারী

সারাদেশ

বগুড়া ব্যুরো

2025-01-16

বগুড়ার আদমদীঘি উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে আটক কলিম শেখ নামের এক ব্যক্তি পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়েছে। ওই ছিনতাইয়ে দু’জনকে আটক করেছিল পুলিশ। বৃহস্পতিবার শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে ওই ব্যক্তি পালিয়ে যায়। 

কলিম শেখ আদমদীঘির ছাতিয়ার গ্রামের খোকা শেখের ছেলে।

জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের আমইল গ্রামে স্থানীয়রা ছিনতাইয়ের অভিযোগে কলিম শেখ ও রাজু পালোয়ানকে আটক করে মারধরের পর পুলিশে দেয়। মারধরে আহত দু’জনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলিম শেখ হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়। সে সার্জারি বিভাগে ভর্তি ছিল।

আদমদীঘি থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

© Samakal
Shares:
Leave a Reply