
বন্ধ হচ্ছে গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ
বিশ্ব
অনলাইন ডেস্ক 2025-01-16
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতীয় ধনকুবের গৌতম আদানির দুর্নীতির তথ্য ফাঁস করে রীতিমতো আলোড়ন সৃষ্টি করা মার্কিন আর্থিক বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হয়ে যাচ্ছে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাথান অ্যান্ডারসন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার হিন্ডেনবার্গ রিসার্চের ওয়েবসাইটে পোস্ট করা এক বার্তায় অ্যান্ডারসন বলেন, আমি হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাইপলাইনে যেসব আইডিয়া ছিল, সেগুলোর সব কাজ শেষ হয়ে গেছে।
আমাদের হাতে আর নতুন কোনো আইডিয়া নেই। মূলত এ কারণেই এ সিদ্ধান্ত নিয়েছি। কোনো নির্দিষ্ট উৎস থেকে পাওয়া হুমকি বা ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নেননি বলে জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার মাত্র পাঁচ দিন আগে হিন্ডেনবার্গ বন্ধের ঘোষণা দিলেন অ্যান্ডারসন। এনডিটিভি।