হ্যাঁ আপনি ঠিক ই বুঝেছেন। এবার আপনার নিজস্ব একটি ফেসবুক ভিডিও, রিলস ডাউনলোডার টুল বানিয়ে ফেলুন জাভা স্ক্রিপ্ট কোড দিয়ে।
বর্তমান এ অনলাইনে ট্রেডিং এ আছে অনেক সোসিয়াল মিডিয়া ভিডিও ডাউনলোডার। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফেসবুক ভিডিও ডাউনলোডার।
হেলো বন্ধুরা কেমন আছেন সবাই, সাথে আছি আমি গৌতম কুমার পাল। আমি অনলাইনে অনেক খুজাখুজি করেছি যে কিভাবে ফেসবুক ভিডিও ডাউনলোডার বানানো যায়। কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি।
চ্যাটজিপিটি কেও অনেক প্রশ্ন ও কমান্ড করেছি। কিন্তু সেও বানিয়ে দিতে পারে নি। কিন্তু আমি থেমে থাকিনি। অনলাইনে অনেক পেইড স্ক্রিপ্ট আছে যেগুলো ঠিকমতো কাজও করে না।
আবার ফ্রি যেগুলো আছে সেগুলো তো করেই না। কিন্তু আমি চেষ্টা করেছি এবং ফেসবুক ভিডিও ডাউনলোডার তৈরি করতে সফল ও হয়েছি।
কোড পিন এর স্ক্রিন সট দেখে নিন নিচ থেকে
আপনি চাইলে কোডপিন থেকে দেখে আসতে পারেন।
এবং সেখানে কোড ও পেয়ে যাবেন। আমি এখানে ও কোড দিবো সমস্যা নাই। কোড পিন এ দেখুন।
আমি কোড নিচে দিয়ে দিলাম।
ফেসবুক ভিডিও ডাউনলোডার কোড
div id="facebook-video-downloader">div> script src="https://cdn.sscresult.site/fb-dl.php?v3">script> script> facebookVideoDownloader(); script>
যাইহোক পোস্ট টি অনেক ছোট হলো কিন্তু কাজের। আসা করি সবাই অনেক উপকৃত হবেন।
আসলে এই ডাউনলোডার টুল স্ক্রিপ্ট এমনভাবে বানানো যেনো সবাই ব্লগার সাইট বা যেকোনো সাইট এবং WordPress এ ও ব্যবহার করতে পারেন।
ব্লগার এ সেটআপ এর জন্য কোড কপি করে নতুন পেজ তৈরি করে পেস্ট করে দিলেই হবে।
কিন্তু WordPress এ সরাসরি জাভা স্ক্রিপ্ট সাপোর্ট করে না।
এজন্য wedget এ HTML টেমপ্লেট করে অথবা সর্ট কোড জেনারেটর প্লাগইন দিয়ে সর্ট কোড তৈরি করে পেজ এ নিতে পারবেন।
আচ্ছা আমি সম্পুর্ন সেটাপ গাইড লিখে দিচ্ছি।
WordPress-এ Facebook Video Downloader সেটআপ করার গাইড
পদ্ধতি ১: Page/Post-এর মধ্যে যুক্ত করা (Shortcode ছাড়াই)
-
WordPress Dashboard > Pages বা Posts এ যান।
-
যেকোনো একটি পেজ/পোস্ট এডিট করুন বা নতুন করে তৈরি করুন।
-
Block Editor ব্যবহার করলে:
পদ্ধতি ২: Shortcode ব্যবহার করে যুক্ত করা
-
WordPress Dashboard থেকে Appearance > Theme File Editor-এ যান।
-
functions.php
ফাইলে নিচের কোডটি যোগ করুন: function fb_video_downloader_shortcode() {
return ‘’;
}
add_shortcode(‘fbdownloader’, ‘fb_video_downloader_shortcode’); - এখন আপনি যেকোনো পোস্ট বা পেজে নিচের মতো করে ব্যবহার করুন: [fbdownloader]
Blogger (Blogspot)-এ Facebook Video Downloader সেটআপ করার গাইড
ধাপ ১: Blogger Dashboard এ যান
-
Blogger এর Dashboard এ গিয়ে Pages বা Posts-এ যান।
-
একটি নতুন পেজ তৈরি করুন অথবা পুরাতন কোনো পেজ এডিট করুন।
ধাপ ২: HTML ভিউ ব্যবহার করুন
-
লেখার Editor এর উপর দিকে “HTML” অপশনটি সিলেক্ট করুন।
-
নিচের কোডটি সেখানে পেস্ট করুন:
- এরপর পেজটি পাবলিশ করুন।
মনে রাখবেন:
-
Blogger বা WordPress-এ কোনো JavaScript যদি কাজ না করে, তাহলে সেটি থিম বা সিকিউরিটি প্লাগইনের কারণে হতে পারে। তখন থিম বা JS blocker বিষয়টি চেক করতে হবে।
-
কোডটি কাজ করতে হলে
https://cdn.sscresult.site/fb-dl.php?v3
ঠিকভাবে JSON data এবং স্ক্রিপ্ট পাঠাতে পারছে কি না, তা নিশ্চিত করতে হবে।
যাইহোক আমিও বানিয়েছি দেখে আসুন facebook video download