বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, একাংশের ক্ষোভ

বিএনপির কমিটিতে আ.লীগ নেতা-কর্মী, একাংশের ক্ষোভ

সারাদেশ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

2025-01-19

মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটিতে আওয়ামী লীগের কর্মীদের নাম থাকায় অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে গতকাল শনিবার মোংলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মী। ১৯ জানুয়ারি সুন্দরবন ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ভোট বর্জন করার ঘোষণা দিয়েছেন তারা।

সুন্দরবন ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা জানান, অগঠনতান্ত্রিকভাবে ভোটার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছে আওয়ামী লীগের লোকজন। গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি সেজে যারা দলে ঢুকে পড়েছে, সেসব আওয়ামী লীগ কর্মীকে প্রতিহত করতে হবে। স্থানীয় পর্যায়ে কথা ছিল ৫১ সদস্যের ভোটার তালিকা করা হবে, সেখানে প্রতি ওয়ার্ডে অনিয়ম করে ২০০-২৫০ জনকে ভোটার তালিকায় রাখা হয়েছে। দলীয় কোন্দলে বিএনপির ত্যাগী নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করে ফের কমিটি গঠনের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সুন্দরবন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী ফজলু খান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনোয়ার হোসেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদপ্রার্থী  ওয়াজেদ আলী শেখ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী নজরুল ইসলাম শেখ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওয়াদুদ শেখ প্রমুখ।

এ ব্যাপারে সুন্দরবন ইউনিয়নে বিএনপির ওয়ার্ড পর্যায়ের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দায়িত্বরত কমিটির দু’জনের সঙ্গে সমকালের কথা হয়েছে। তাদের মধ্যে ফকরুল দাবি করেন, বিতর্কিত ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করার সঙ্গে জড়িত নন তিনি। 

খোকন মোছল্লী ভোটার তালিকায় কিছু বিতর্কিত নাম অন্তর্ভুক্ত হওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে দায়িত্বে থাকা কমিটির অন্য সদস্যরা ভালো বলতে পারবেন। কমিটির অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

© Samakal
Shares:
Leave a Reply