বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে

বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে

অর্থনীতি

সমকাল প্রতিবেদক

2025-01-14

কোনো ব্যাংকের পরিচালক টানা তিন মাস দেশের বাইরে থাকলে তার পক্ষে একজন বিকল্প পরিচালক নিয়োগ দিতে পারেন। বছরে একবারের জন্য এরকম নিয়োগ দেওয়া যায়। এতদিন বিকল্প পরিচালক নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো না। কেবল অবহিত করতে হতো। এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে বিকল্প পরিচালক নিয়োগ দিতে হবে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক এমন এক সময়ে বিকল্প পরিচালক নিয়োগের নীতিমালা কঠিন করল যখন সরকার পরিবর্তনের পর অনেকেই পলাতক থাকায় পদ হারানোর ঝুঁকিতে আছেন। গত ১৮ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে অনলাইনে পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার বিধান বাতিল করায় এ ঝুঁকি তৈরি হয়েছে। ২০২০ সালে করোনাভাইরাসের প্রভাব শুরুর পর থেকে অনলাইনে পরিচালনা পর্ষদের সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

জানা গেছে, এখন পর্যন্ত মেঘনা ব্যাংকের চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানকে বিদেশ থেকে অনলাইনে সভা করার বিশেষ অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক এমপি। তাকে অনলাইনে অংশ নেওয়ার সুযোগের ফলে ব্যাংকটির পরিচালকদের ক্ষুব্ধ অংশ সোমবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেন। আজ ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরবর্তী সভা হওয়ার কথা রয়েছে।

© Samakal
Shares:
Leave a Reply