বিয়ের দাওয়াত থেকে তিন বন্ধু ফিরছিলেন মোটরসাইকেলে, গাড়িচাপায় একসঙ্গে মৃত্যু

বিয়ের দাওয়াত থেকে তিন বন্ধু ফিরছিলেন মোটরসাইকেলে, গাড়িচাপায় একসঙ্গে মৃত্যু

সারাদেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

<time class="op-modified" dateTime="2025-01-17"2025-01-17
2025-01-17

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকার ইউটার্ন মুখে চট্টগ্রামগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়ার সুরেশ বড়ুয়ার ছেলে ছনি বড়ুয়া (৪০), সভ্য রঞ্জন বড়ুয়ার ছেলে রুবেল বড়ুয়া (৪০) ও মেগল বড়ুয়ার ছেলে নিপু বড়ুয়া (৪৫)।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে সুফিয়া রোড এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে ছনি, রুবেল ও নিপু বাড়ি ফিরছিলেন।  এ সময় চট্টগ্রামমুখী লেনের ইউটার্ন পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তিন জন সড়কের পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

© Samakal
Shares:
Leave a Reply