আসসালামু আলাইকুম
আজকে আমি আপনাদের কে দেখাবো ওয়াইফাই থেকে ব্লক করে দেওয়া মোবাইলে কিভাবে ওয়াইফাই কানেক্ট করবেন।
তো চলুন প্রথমেই যেনে নেই কিভাবে কোনো ওয়াইফাই থেকে একটি ডিভাইস ব্লক হয়
ওয়াইফাই থেকে যেকোনো ফোন কে ব্লক করলে ওই ওয়াইফাই এর সিস্টেম এ ওই ফোন এর ম্যাক এড্রেস টি নোট করে রাখে। এর ফলে আপনি ওই ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করলে ওয়াইফাই এর ব্লক লিস্টে থাকা ম্যাক এড্রেস আর ঐ ফোন এর ম্যাক এড্রেস মিলে যায় এর ফলে ঐ ফোনটি ওয়াইফাই নেটওয়ার্ক এ কানেক্ট হতে পারে না। তবে ঐ ফোন এর ম্যাক এড্রেস টি চেইঞ্জ করতে পারলে ঐ ফোন থেকে ওয়াই ফাই টি তে কানেক্ট হতে পারবে। তো আমরা আজকে ফোন এর ম্যাক এড্রেস টি চেইঞ্জ করে ব্লক ফোন থেকে সেই ওয়াই ফাই তে কানেক্ট হবো। আমাদের ফোন যখন কোনো ওয়াইফাই এর সাথে কানেক্ট হয় তখন ফোন থেকে একটি রেনডম ম্যাক এড্রেস ব্যাবহার করে ওয়াইফাই টিতে কানেক্ট হয়। যখন ওয়াইফাই থেকে ওই ম্যাক এড্রেস টি ব্লক করে দেয় তখন যদি আমরা ওয়াইফাই সেটিং থেকে ডিভাইস এর মেইন ম্যাক এড্রেস ব্যবহার করে ওয়াইফাই টিতে কানেক্ট করি তাহলে ফোনটি সহজে সেই ওয়াইফাই তে কানেক্ট হয়ে যাবে।
তো এখন আমি দেখাবো কিভাবে এই স্টেপ গোলা ফলো করে ব্লক ফোন থেকে ঐ ওয়াইফাই টি কানেক্ট করবেন।
প্রথমে আমি এই ফোন টিকে ওয়াইফাই থেকে ব্লক করে নিলাম
দেখুন আমার ফোনটিতে ওয়াই ফাই কানেক্ট হচ্ছে না

তারপর ওয়াইফাই এর পাশে থাকা i বাটনে ক্লিক করে ওয়াইফাই সেটিং এ যাবো

তারপর এখান থেকে Privacy অপশন এ ক্লিক করে Device Mac Adress সিলেক্ট করবো

এরপর এইরকম উইনডো আসলে switch anyway তে ক্লিক করুন (অন্য ফোন এ allow / accept চাইতে পারে)

দেখুন আমার ফোন এ রেনডম ম্যাক এর পরিবর্তে ডিভাইস ম্যাক চলে আসছে।

এখন আবার সেই ওয়াইফাই টি কানেক্ট করার চেস্টা করবো।
দেখুন খুব সহজে ওয়াইফাই টি তে কানেক্ট হয়ে গেছে।

কোনো ভুল হলে ক্ষমা করবেন।
আর কমেন্ট এ আপনার মতামত জানাবেন।
কোনো ভুল হলে ক্ষমা করবেন। কমেন্ট এ আপনার মতামত জানাবেন।
ইনশাআল্লাহ পরের বার কোনো দুর্দান্ত ট্রিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো।
One thought on “ব্লক করা ফোন থেকে সেই ওয়াইফাই চালান সহজেই”
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
next time block korle r connect hobe na