
ভারত-চীন সীমান্তে উত্তেজনা শেষ হয়নি
বিশ্ব
অনলাইন ডেস্ক 2025-01-14
পূর্ব লাদাখ অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও চীনের সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের অচলাবস্থা চলছে বলে জানালেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সীমান্তের পরিস্থিতি সংবেদনশীল হলেও কিছুটা অস্থিতিশীলতা রয়েছে।
সম্প্রতি চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা কমাতে একাধিক বৈঠক করেছে ভারত। দেশটির মন্ত্রীরা দাবি করেছেন, সীমান্তে তারা স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।
এ বিষয়ে ২০২০ সালে চীন ও ভারত যে চুক্তি করেছিল, সেটাই পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে দ্বিবেদীর মন্তব্য অনুযায়ী, পূর্ব লাদাখে এখনও সীমান্ত অস্থিতিশীলতা রয়েছে। সেনা দিবস উদযাপনের আগের দিন বার্ষিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দ্য টেলিগ্রাফ।