ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে সরকার: উপদেষ্টা ফাওজুল কবির

ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করছে সরকার: উপদেষ্টা ফাওজুল কবির

সারাদেশ

চট্টগ্রাম ব্যুরো

2025-01-19

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায়। কারণ বিগত সরকারের আমলে অনুষ্ঠিত তিন নির্বাচনেই মানুষ তাদের ভোটাধিকার হারিয়েছিল। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং বৈষম্যহীন সমাজ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে। গতকাল শনিবার চট্টগ্রাম বোট ক্লাবে চিটাগং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের সরকার গঠন হয়েছে পাঁচ মাসের কিছু সময় আগে। তখন থেকে এ পর্যন্ত শতভাগ জবাবদিহির মাধ্যমে কাজ করার চেষ্টা করছি আমরা। আমাদের প্রধান কাজ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।’ কেবল ডিগ্রি অর্জন নয়, কর্মবাজারে টিকে থাকতে সবার থেকে আলাদা প্রমাণের জন্য কাজ করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন ইয়ংওয়ান করপোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও কিহাক সুংধ। সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে সমাবর্তনে বিশেষ অতিথির বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আখতার। আরও বক্তব্য দেন, সিআইইউর প্রতিষ্ঠাতা ট্রাস্ট এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্ট (ইসটিসিডিটি) চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া খান, সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব প্রমুখ। সমাবর্তনে সিআইইউর বিভিন্ন অনুষদের ২১৮৯ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

© Samakal
Shares:
Leave a Reply