মাজার জিয়ারত করতে পারলেন না বাংলাদেশি ভক্তরা

মাজার জিয়ারত করতে পারলেন না বাংলাদেশি ভক্তরা

সারাদেশ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

2025-01-10

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এবার দরবেশ কছিমুদ্দিনের মাজার জিয়ারত করতে পারেননি বাংলাদেশি ভক্তরা। শুক্রবার মাজারে ৭৮তম জিয়ারত-মানত অনুষ্ঠান ছিল। ভারতীয় ভক্তরা সেখানে যেতে পারলেও বাংলাদেশিরা পারেননি। সীমান্তের কাছ থেকে তাদের ফিরিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা নাখারজান সীমান্তের ওপারে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলা। এই জেলার দিনহাটার ৯৪১-এর সাব পিলার ১ থেকে ৫ নম্বর পিলারের কাছে মনাইটারী সেউটি-২ গ্রামের জিরো লাইনে দরবেশ কছিমুদ্দিনের মাজার। তিনি প্রায় ২০০ বছর আগে আরব থেকে এসে ধর্ম প্রচারের জন্য সেখানে আস্তানা গাড়েন। পরে সেখানে মৃত্যু হলে নির্জন ওই এলাকাতেই তাঁকে দাফন করা হয়। বর্তমানে মাজারের ৬ শতক জমির ওপর তাঁবু তৈরি করা হয়েছে। কছিমুদ্দিনের মৃত্যুর পর সীমান্তের দুই পারের লোকজন ১০ জানুয়ারি মৃত্যু দিবস পালন করে থাকে। এদিন সেখানে ওরসের সঙ্গে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। জিয়ারত ও মানতের পাশাপাশি এই দিন দু’দেশের হিন্দু ও মুসলিমরা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ পান। সেই আশায় গতকালও সীমান্তে জড়ো হয়েছিলেন তারা। কিন্তু এবার বাংলাদেশিদের মাজারে যেতে দেওয়া হয়নি।

লালমনিরহাট থেকে আসা বাশ্রতি রানী ও মনভোলা রায় জানান, তাদের চাচাতো ভাই ভারতের কোচবিহারের দিনহাটা শহর থেকে মাজারে এসেছিলেন। তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথাও হয়েছি। আশা ছিল, দেখা হবে; কিন্তু হলো না।

উলিপুর উপজেলা থেকে আসা সাইদুল ইসলাম ও হবিবর রহমান জানান, এবার বিজিবি-বিএসএফের টহল জোরদারের কারণে মাজারে যেতে পারেননি তারা। 

নাখারজান সীমান্ত এলাকায় বসবাসকারী রফিকুল ইসলাম ও আব্দুল খালেক জানান, তাদের বাড়ির পাশে মাজার হলেও এবার যেতে পারেননি। আগে সীমান্ত এলাকার দুই দেশের বাসিন্দারা জাঁকজমকভাবে ওরস পালন করেছেন। এ উপলক্ষে এলাকায় মেলা বসত। দু’দেশের আত্মীয়স্বজন দীর্ঘদিন পর দেখা করার সুযোগ পেতেন। এবার সেই সুযোগ মিলল না।

দরবেশ কছিমুদ্দিনের মাজার জিয়ারত কমিটির ভারতের অংশের সভাপতি আব্দুল জলিল মিয়া জানান, বিএসএফের বাধার কারণে এবার বাংলাদেশিদের প্রবেশ নিষেধ রয়েছে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গংগারহাট বিজিবি ক্যাম্পের টহলরত ল্যান্স নায়েক ছানোয়ার হোসেন জানান, ভারতের ভূখণ্ডে কছিমুদ্দিনের মাজার হওয়ায় বাংলাদেশিদের যাওয়ার সুযোগ নেই।

 

© Samakal
Shares:
Leave a Reply