
মাহফিল শেষে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ
সারাদেশ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 2025-01-11
চট্টগ্রামের সাতকানিয়ায় তাফসীরুল মাহফিল শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মো. এরশাদ (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুপীপাড়ার টেক এলাকায় এ ঘটনা ঘটে।
এরশাদ উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকশীরখীল এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরগুরি এলাকায় তাফসীরুল মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে এরশাদ ও তার কয়েকজন বন্ধু সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। পথে ধুপিপাড়ার টেকে ৪-৫ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এরশাদের পায়ে গুলি লাগে।
গুলিবিদ্ধ এরশাদের ভাষ্য, কে বা কারা কেন তাকে গুলি করেছে, তা তার জানা নেই।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বেলাল উদ্দিন জানান, এরশাদের বাম পায়ে পাঁচটি ছররা গুলি লেগেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মুন্নাফ আলী জানিয়েছেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। ঘটনা জানতে পুলিশ কাজ করছে।