মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

খেলা

সমকাল প্রতিবেদক

2025-01-19

মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে টিভি চ্যানেল নিউজ ২৪। ১৮ জানুয়ারি গুলশান-২ এর মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গনে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ প্রতিদিনকে হারায় চ্যানেলটি।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় নুরে আলম এবং ফাইয়াজ-এর হাতে ট্রফি তুলে দেন মিডিয়াকমের ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি অঞ্জন চৌধুরী। এসময় মিডিয়াকম প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমারসহ  অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অঞ্জন চৌধুরী বলেন, চ্যাম্পিয়ন, রানারআপসহ অংশগ্রহণকারী সকল টিমকেই আন্তরিক অভিনন্দন। সকলে উপভোগ্য সময় পার করেছে। কর্পোরেট জগত ও মিডিয়া ইন্ডাস্ট্রি সবাই মিলে ঐক্যবদ্ধ কমিউনিটি এবং একে- অপরের পাশে আছি, তা প্রমাণিত হয়েছে। সবার একসাথে হওয়ার উপলক্ষ তৈরি করতে পারায় মিডিয়াকম আনন্দিত।

দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেডের আয়োজনে সংস্থাটির অংশীদার, শুভানুধ্যায়ী কর্পোরেট সংস্থা, সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, অনলাইন সংবাদ মাধ্যম ও রেডিওসহ ৩৩টি প্রতিষ্ঠান থেকে দল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বীতা করে।  

© Samakal
Shares:
Leave a Reply