আসসালামু আলাইকুম

আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আরেকটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকের পোস্টে আমি আপনাদের সাথে মেসেঞ্জারে নতুন এড হওয়া তিনটা ফিচার সম্পর্কে জানাবো। এই ফিচার গুলা এড হয়েছে খুব বেশি দিন কিন্তু নয় নি। গত ১ সপ্তাহের মধ্য এগুলা এড হয়েছে। যদিও এই ফিচার গুলা অত বড় কোনো চেঞ্জ আনে নি। তবে নিত্যদিনের মেসেঞ্জারের ব্যবহারে কিছুটা শর্টকাট করে দিবে। তো চলুন সেগুলা নিয়ে আলোচনা করি।

 

মেসেঞ্জারের নতুন ৩ টি আপডেট

আগেই বললাম এই আপডেট খুব বেশি দিন হলো আসে নি। ইতিমধ্যই অনেকেই এই আপডেট টা লক্ষ করতে পারেন। তবে অনেকের ফোনে আবার মেসেঞ্জার অটো আপডেট অফ করা থাকতে পারে তাই অনেকে সেটা লক্ষ করতে পারেন নি হয়তো বা। আবার অনেকে এগুলাতে খুব একটা নজর রাখে না বলে তারা এই ফিচার গুলো হয়তো দেখতে পান নি। তবে চিন্তার ব্যাপার নেই। এই পোস্টে আমি আপনাদের ৩ টা ফিচার সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবো।

১. Notes Swap

মেসেঞ্জারে নতুন যে ফিচার এড হয়েছে তার মধ্য আমি প্রথমে যেটা লক্ষ করেছি সেটা হলো নোটস সোয়্যাপ। মেসেঞ্জারে প্রায় অনেক মাসই হলো নোটস ফিচার এড করেছে সেটা সকলেই জানেন। কিন্তু এই নোটস সোয়্যাপ জিনিসটা কি আর কিভাবে কাজ করে সেটা নিশ্চয়ই অনেকেই জানেন না। তো এবার এটা সম্পর্কে জেনে নেই চলুন।

ধরুন আপনি মেসেঞ্জারে স্ক্রল করছেন। তখন কোনো একজন এর একটা নোটস আপনার ফোনের মেসেঞ্জারে আসলো। আর আপনার সেই নোটস টি ভালো লেগে গেলো। আপনিও চাচ্ছেন সেইম নোটস টা আপনিও দিবেন। সেক্ষেত্রে আগে আপনাকে সেই নোটস টা একবার পড়ে নিয়ে নিজের টাইপ করে নিজের নোটস দেওয়া লাগতো। কিন্তু এই নোটস সোয়্যাপ ফিচারের মাধ্যমে ১ ক্লিকেই যে কারো নোটস হুবহু ভাবে আপনিও দিতে পারবেন। তাও টাইপিং করা ছাড়া। কপি পেস্টের ঝামেলাও নেই।

তো এই ফিচার ইউজ করার জন্য নিচের স্ক্রিনশট টা দেখুন। এখানে ধরুন আমার মার্ক করা আইডিটির নোটস টা ভালো লাগছে। এখন আমিও একই নোটস দিতে চাই তাও টাইপিং ছাড়া। এর জন্য প্রথমে এই নোটস এর উপর একটা ক্লিক করবো।

 

এবার নোটস ওপেন হলে দেখতে পাবেন নিচের দিকে একটা সোয়্যাপ বাটন আছে। সেখানে ক্লিক করে দিবেন।

 

এই দেখুন কোনো টাইপিং ছাড়া আমার আইডিতে এবার এটা চলে আসলো। এবার শেয়ার এ ক্লিক করলেই তা নোটস এ পাবলিশ হয়ে যাবে।

 

২. One Click Voice Messege Reply

এই ফিচারটি আমি কালকে রাতে প্রথম লক্ষ করেছি। এই ফিচারটি মূলত কাজ করে মেসেঞ্জারে কেউ ভয়েজ মেসেজ দিলে সেটার ভয়েজ রিপ্লে দেওয়ার সময়। আগে যদি কেউ আমাদের ভয়েজ মেসেজ দিতো তাহলে আমরা ঐটার রিপ্লে দেওয়ার জন্য প্রথমে সেই মেসেজকে বাম থেকে ডান দিকে একটা টান দিতাম রিপ্লে শো করানোর জন্য। তারপর ভয়েজ মেসেজ বা টাইপ করে মেসেজ দিতাম। তবে এই ফিচারের জন্য কাজ একটু সহজ হয়ে যাবে।

নিচে দেখুন। ধরুন কেউ আপনাকে এইভাবে ভয়েজ মেসেজ দিলো। এক্ষেত্রে আপনি এই ফিচার ইউজ করার জন্য পাশে থাকা অডিও আইকন এ ক্লিক করে দিবেন।

এরপর দেখতে পাবেন ভয়েজ রেকর্ড শুরু হয়ে গেছে। তার পর মেসেজ সেন্ড করলে দেখবেন রিপ্লে আকারে চলে গেছে সেটা।

 

৩. Typing Indicator

আমরা যখন মেসেঞ্জারে কিছু টাইপ করি বা অন্য কেউ যদি টাইপ করে তাহলে কিন্তু নিচের স্ক্রিনশট এর মতো একটা টাইপিং ইন্ডিকেট শো করে।

আপনি টাইপ করলে যার সাথে চ্যাটিং করছেন তার কাছে শো করে। আবার সে টাইপ করলে আপনার কাছে শো করে। তবে এই টাইপিং ইন্ডিকেটর ফিচার ইউজের মাধ্যমে আপনি চাইলে আপনার টাইপিং ইন্ডিকেটর অফ রাখতে পারবেন। এতে আপনি টাইপিং করলে অপর পাশের ব্যাক্তি বুঝতে পারবে না আপনি টাইপ করতেছেন।

এর জন্য যে চ্যাট এর সাথে এইটা করতে চাচ্ছেন, সেই চ্যাট টা ওপেন করবেন। তারপর সেখান থেকে মেনু আপশনে চলে যাবেন। মেনুতে গেলে নিচের দিকে স্ক্রল করলে নিচের স্ক্রিনশট এর মতো পাবেন। সেখানে ক্লিক করবেন।

এরপর এটা অন থাকলে অফ করে দিবেন। তাহলে আপনার টাইপিং করা সেই চ্যাট এর অপর পাশের ব্যাক্তির ফোনে শো করবে না। তবে সে টাইপিং করলে আপনি বুঝতে পারবেন।

আবার যদি এই সেটিং টা অন করতে চান, তাহলে সেইম ভাবে অফ থেকে অন করে দিবেন।

[বিদ্রঃ যদি আপনি যার সাথে চ্যাট করছেন সে মেসেঞ্জারের নতুন আপডেটেড ভার্সন ইউজ না করে তাহলে আপনি টাইপিং ইন্ডিকেটর অফ করলেও তার ফোনে ইন্ডিকেটর শো করতে পারে।]

 

শেষকথা

তো এই ছিলো আজকের পোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ফিচার যদি আপনার ফোনে এখনো না আসে তাহলে মেসেঞ্জার এপ আপডেট করে নিন। আর অলরেডি আপডেটেড ভার্সন থাকলে অপেক্ষা করুন ২-৩ দিন এর মধ্য সবার ফোনেই চলে আসবে এগুলা।

আর এই পোস্টে দেখানো ১ম ও ২য় ফিচারের অফিসিয়াল নাম তেমনভাবে ঘোষণা করে নি মেটা। তাই আমি সেগুলার কাজের উপর ভিত্তি করে হেডিং দেওয়ার জন্য নিজের মতো নাম দিয়েছি। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।

Shares:
Leave a Reply