মৈত্রী ও সম্প্রীতি প্রতিষ্ঠাই কোরআন সুন্নাহর নির্দেশনা

মৈত্রী ও সম্প্রীতি প্রতিষ্ঠাই কোরআন সুন্নাহর নির্দেশনা

সারাদেশ

চট্টগ্রাম ব্যুরো

2025-01-10

দেশে দেশে মৈত্রী ও মানুষে মানুষে সম্প্রীতি প্রতিষ্ঠাই কোরআন-সুন্নাহর নির্দেশনা ও শিক্ষা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে তাফসির মাহফিলে অংশ নেওয়া বক্তারা। আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের আয়োজনে ঐতিহাসিক লালদীঘি ময়দানে দুই দিনব্যাপী পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনে শুক্রবার হাজারো মানুষের সমাগম হয়। মাহফিল ময়দানে আলাদা প্যান্ডেলে নারীদের তাফসির শোনার ব্যবস্থা ছিল।

আলোচকরা বলেন, দুনিয়াজুড়ে অশান্তির আগুন জ্বলছে। ক্ষমতালিপ্সা, দুর্বল রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন, শক্তিধর দেশগুলোর আধিপত্য ও মোড়লিপনার জেরে বিশ্বজুড়ে যুদ্ধ, হানাহানি জিইয়ে রয়েছে। অথচ মজলুম মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের নির্দেশনা। এসব এড়িয়ে দেশে দেশে মৈত্রীময় সম্পর্ক গড়ে তোলা ও মানুষে মানুষে সম্প্রীতিবোধ জাগ্রত করাই কোরআন-সুন্নাহর শাশ্বত নির্দেশনা ও শিক্ষা।

তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দ মছিহুদ্দৌলা। বক্তব্য রাখেন ইসলামী বক্তা সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, আশরাফুজ্জামান আলকাদেরী, গাজী শফিউল আলম নেজামী, কাজী মুঈন উদ্দীন আশরাফী, গিয়াস উদ্দিন তাহেরী, অধ্যাপক সৈয়দ জালাল উদ্দিন আল আজহারী, ফখরুদ্দীন আলকাদেরী, মুফতি আ স ম ইয়াকুব হোসাইন আলকাদেরী প্রমুখ।

© Samakal
Shares:
Leave a Reply