মোটরসাইকেল দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতার মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন

বিনোদন ডেস্ক

<time class="op-modified" dateTime="2025-01-18"2025-01-18
2025-01-18

সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বলিপাড়ায় এখনও আতঙ্কের রেশ কাটেনি। তার মধ্যে এলো জনপ্রিয় অভিনেতা আমান জয়সওয়ালের মৃত্যুর খবর। ‘ধরতিপুত্র নন্দিনী’র লেখক ধীরজ মিশ্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের সুবাদেই দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন আমান জয়সাওয়াল। সুদর্শন চেহারা এবং রসিক স্বভাব দিয়ে টেলিদুনিয়ায় অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তিনি। আর সেই হাসিখুশি মেজাজের ২২ বছরের ছেলেটিই চিরতরে বিদায় নিলেন পৃথিবী থেকে।

ধীরজ মিশ্র ভারতীয় গণমাধ্যম সূত্রে জানান, নতুন একটি কাজের জন্য অডিশন দিতে যাচ্ছিলেন আমান। সেখানেই যোগেশ্বরী সড়কে তার মোটরসাইকেলে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমান জয়সাওয়ালের।

উত্তর প্রদেশের বালিয়া থেকে মুম্বাইতে কেরিয়ার গড়ার জন্য পা রেখেছিলেন আমান। ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন। সোনি টিভির পুণ্যশ্লোক অহল্যাবাঈ সিরিয়ালে যশবন্ত রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল সেই ধারাবাহিক। একজন মডেল হিসেবে কেরিয়ার শুরু করলেও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন রবি দুবে, শগুন মেহেতার শো ‘উদারিয়া’র মাধ্যমে। সূত্র: হিন্দুস্থান টাইমস।

© Samakal
Shares:
Leave a Reply