যুবদলের সাবেক নেতার বাড়িতে গুলি, প্রাণ গেল বাবার

যুবদলের সাবেক নেতার বাড়িতে গুলি, প্রাণ গেল বাবার

সারাদেশ

 রাজশাহী ব্যুরো

2025-01-16

রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে যুবদলের সাবেক এক নেতার বাবা নিহত হয়েছেন। তাঁর ছেলে সালাহউদ্দিন মিন্টু পবা উপজেলার নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভুগরইল গ্রামে তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘরের মধ্যে মিন্টুর বাবা মো. আলাউদ্দীন (৬০) আহত হন। গতকাল বুধবার অস্ত্রোপচারের সময় আলাউদ্দীনের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, দরজা ভেদ করে ঢোকা একটি গুলি আলাউদ্দিনের কোমরে লাগে। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বেলা ৩টার দিকে অপারেশন থিয়েটারে তিনি মারা যান।

সালাহউদ্দিন মিন্টু জানান, তাদের এলাকার দুটি পক্ষ নিজেদের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিরোধ মীমাংসা করতে মঙ্গলবার রাতে রাজশাহী বিমানবন্দর থানায় বসেছিল। এক পক্ষে তাঁর কাছের ছোট ভাই থাকায় মিন্টুও গিয়েছিলেন। থানায় মীমাংসা শেষে তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
তিনি বলেন, ভুগরইল শিহাবের মোড় এলাকার মাদকাসক্ত ১০-১২ জন এসে গুলি ছুড়েছে। কয়েকজনকে চিনতেও পেরেছি।

বিমানবন্দর থানার ওসি ফারুক হোসেন বলেন, দুটি পক্ষ থানায় একটি আপস মীমাংসার জন্য বসেছিল। এর পর নাকি এক পক্ষ গিয়ে মিন্টুর বাড়িতে গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থলটি শাহমখদুম থানা এলাকায় পড়ায় ওই থানার পুলিশ ব্যবস্থা নেবে। শাহমখদুম থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় পরিবার হত্যা মামলা করেছে। তারা ব্যবস্থা নিচ্ছেন। 

© Samakal
Shares:
Leave a Reply