যেকোনো ছবি Ai দিয়ে তৈরি কি না অনলাইনে চেক করুন


আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেকোনো ছবি Ai দিয়ে তৈরি কি না কিভাবে চেক করবেন। বর্তমানে এআই এর যুগ যেখানে আসল বা এআই দিয়ে তৈরি ছবি বুঝা মুশকিল তাই আপনার ছবি ব্যবহার করে এআই দিয়ে যদি কেউ এমন কোনো ছবি তৈরি করে যেটা দেখে বুঝার উপায় নেই সেটা নকল এবং সেটা দিয়ে আপনার সম্মানহানি করে এক্ষেত্রে কিভাবে প্রমাণ করবেন ছবিটা আসল নয় এআই দিয়ে তৈরি।
বিশের করে মেয়েদের জন্য এ পোস্টটি অতি গুরুত্বপূর্ণ হতে পারে পাশাপাশি সচেতনতার জন্য আপনারও।
তাই চলুন দেখে নেওয়া যাক আসল ও এআই দিয়ে তৈরি ছবি কিভাবে অনলাইনে চেক করবেন।
প্রথমে আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজারে চলে আসুন এবং সার্চ করুন Ai Pic Scanner

এরপর Sightengine ওয়েবসাইটে প্রবেশ করুন।

এমন পেজ আসলে একটু নিচে আসুন

Check Image ক্লিক করুন।

ছবি সিলেক্ট করতে Photos বা Album ক্লিক করুন

যে ছবিটা চেক করবেন সেটা সিলেক্ট করুন।

একটু অপেক্ষা করুন।

দেখতে পাচ্ছেন Likely Ai Generated 99% অর্থাৎ ছবি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯% বা এআই দিয়েই তৈরি।

আর যদি এআই দিয়ে তৈরি না হয় তবে Not Likely To Be Ai Generated Or Deepfake 1% অর্থাৎ ছবি এআই দিয়ে তৈরি বা ডিফেকটেড হওয়ার সম্ভাবনা ১%,যা এআই দিয়ে তৈরি নয় আসল ছবি।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন


“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন

জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}

Shares:
Leave a Reply