যেকোনো ব্যক্তির সাথে ছবি তৈরি করুন এআই দিয়ে
আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা যেকারো বা নিজের ছবি দিয়ে যেকোনো ব্যক্তির সাথে ছবি তৈরি করবেন Ai দিয়ে। আপনি যেমন ছবি তৈরি করতে চান সেরকম ছবিই করতে পারবেন। শুধু আপনি লিখে দিবেন আর ছবি দিবেন বাকি কাজ এআই করবে।
যাইহোক বেশি কথা না বলে চলুন শুরু করি।
প্রথমে চ্যাটজিপিটি অ্যাপটি ইনস্টল করেনিন।
ইনস্টল শেষে ওপেন করুন।
Continue ক্লিক করুন।
Sign Up এ যান
একাউন্ট খুলতে Continue With Google ক্লিক
আপনার জিমেইল সিলেক্ট করুন।
Continue করুন
এবার ছবি আপলোড করতে এখানে ক্লিক করুন
দুইটা ছবি সিলেক্ট করে এড করুন।
Ask Anything ক্লিক
আপনি যেরকম ছবি তৈরি করবেন সেরকম লিখবেন লিখে সেন্ড করুন।
Processing হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ২-৩ মিনিট পর্যন্ত সময় লাগতে পারে।
অবশেষে তৈরি হয়ে গেছে ছবিটা এবার সেভ করতে ছবির ওপর ক্লিক করুন।
Save এ ক্লিক করুন।
ছবিটা সেভ হয়ে গেছে।
আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে বিস্তারিত সহকারে নিচের ভিডিওটি দেখুন
“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।
★প্রয়োজনে যোগাযোগ ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ: BD TRICK SH
★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:
গ্রামীণসিমে ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়েনিন
জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন {{খোদাহাফেজ}}