একটি অপারেটিং ‍সিস্টেম হতে অন্য অপারেটিং ‍সিস্টেমে ‍Shift হওয়ার আগে নতুন Operating system টি টেস্ট করার প্রয়োজন পড়ে। আবার অনেক সময় Modified or Customized ISO যেমন Windows 7,10,11 lite Version গুলো টেস্ট করার প্রয়োজন পড়ে

কেননা এসব ISO তে অনেক ধরনের Bug অথবা কমতি থাকে, তো ISO টি আপনার জন্যে সঠিক কিনা তা জানতে HDD তে ইনস্টল করার আগে ISO টি Virtual box এ রান করে দেখতে হয়।

আজকের ব্লগে আমি Opensource সফটওয়্যার ব্যবহার করবো।

Software Name: Oracle VirtualBox   Download From Official Site


 

Step by Step Guide to Run VirtualBox

১. প্রথমেই Virtualbox ডাউনলোড করে ইনস্টল করে নিন।

 

২. অতঃপর নতুন ভার্চুয়াল মেশিন Create করুন।

৩. অপারেটিং ‍সিস্টেমের নাম, টােইপ এগুলো দিন।

 

৪. এবার আপনার প্রয়োজনমত Ram এবং Processor দিন।

৫. এবার Virtual HDD সাইজ সিলেক্ট করুন।

৬. এবার সব ঠিকঠাক আছে কিনা দেখে Finish এ ক্লিক করে ভার্চুূয়াল মেশিন সেইভ করে নিন।

 

৭. এবার Save করা Virual Machine টি Start করুন এবং Small Screen এ ডাবল ক্লিক করে ফুলস্ক্রিন করুন।

৮. ব্যস, এবার অপেক্ষা করে নরমাল ভাবে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে নিন।

৯. এভাবেই আপনি যেকোনো ISO হার্ডডিস্কে ইনস্টলের আগে Virual box এ ইনস্টল করে টেস্ট করতে পারেন।


 

সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে

এরকম বেসিক ব্লগ আরো পড়তে চাইলে কমেন্ট করে জানান

If you have any question, ,
knock me

📒 Facebook

Shares:
Leave a Reply